এজেন্সি
  • Mar 28 2022 - 14:21
  • 219
  • : Less than one minute

ইরানে ১৫শতকের প্রাচীন বাজার সংস্কার

ইরানের কোম প্রদেশে ১৫ শতকে গড়ে ওঠা ঐতিহাসিক বাজারটির সংস্কার করা হবে। প্রাচীন কাঠামোটি সংস্কারে খরচ হবে ৫০ বিলিয়ন রিয়াল (প্রায় ১ লাখ ৮৯ হাজার মার্কিন ডলার)।

00:00
00:00
دانلود

ইরানের কোম প্রদেশে ১৫ শতকে গড়ে ওঠা ঐতিহাসিক বাজারটির সংস্কার করা হবে। প্রাচীন কাঠামোটি সংস্কারে খরচ হবে ৫০ বিলিয়ন রিয়াল (প্রায় ১ লাখ ৮৯ হাজার মার্কিন ডলার)।

প্রাদেশিক পর্যটন প্রধান আলিরেজা আরজমান্দির উদ্ধৃতি দিয়ে ফার্সি বার্তা সংস্থা সিএইচটিএন এই তথ্য জানিয়েছে। প্রকল্পটির আওতায় ঐতিহাসিক কাঠামোটিকে শক্তিশালী করা হবে এবং ক্ষতিগ্রস্ত অংশ ও কাঠের দরজা মেরামত করা হবে।

সাফাভিদ-যুগের (১৫০১ থেকে ১৭৩৬) বাজারটি ইরানের জাতীয় ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

ইরানি সংস্কৃতিতে বাজার ইরানি শহরগুলোর ঐতিহ্যবাহী সর্বজনীন স্থান হিসেবে বিবেচিত হয়। শহুরে জীবনে এই বাজারগুলো বাণিজ্যিক ক্রিয়াকলাপের ক্ষেত্রে দুর্দান্ত অবদান রাখে। সেই সাথে সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও ধর্মীয় ভূমিকায় বাজারেরর বর্ধিত কার্যক্রমগুলো চিহ্নিত করা যেতে পারে। বাজারগুলো ঐতিহ্যগতভাবে ইরানের যেকোনো শহরের প্রধান অর্থনৈতিক ও সামাজিক কেন্দ্র ছিল। সূত্রঃ তেহরান টাইমস।

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: