এজেন্সি
  • May 12 2022 - 15:00
  • 435
  • : Less than one minute

আফ্রিকায় ইরানের রপ্তানি বেড়েছে ১২০ শতাংশ

গত ইরানি বছর ১৪০০ সালে (২১ মার্চ ২০২১ থেকে ২০ মার্চ ২০২২) আফ্রিকা মহাদেশে ইরানের পণ্য রপ্তানি ১২০ শতাংশ বেড়েছে।

গত ইরানি বছর ১৪০০ সালে (২১ মার্চ ২০২১ থেকে ২০ মার্চ ২০২২) আফ্রিকা মহাদেশে ইরানের পণ্য রপ্তানি ১২০ শতাংশ বেড়েছে। পশ্চিম ও মধ্য আফ্রিকা বিষয়ক ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান আলী আকবর রেজাই এই তথ্য জানান।মঙ্গলবার ‘সেনেগালের বাজারে সুযোগ পর্যালোচনা’ শীর্ষক একটি সেমিনারে তিনি বলেন,  পশ্চিম আফ্রিকায় ১৪ লাখ জনসংখ্যা রয়েছে। আফ্রিকান দেশটি বিনিয়োগ ও ইরানের পণ্য রপ্তানি বৃদ্ধির জন্য একটি ভাল কেন্দ্র।ইসলামি প্রজাতন্ত্র ইরান গত বছর আফ্রিকার দেশগুলোতে ১ দশমিক ২ বিলিয়ন মূল্যের তেলবহির্ভূত পণ্য রপ্তানি করেছে; গত বছরের একই সময়ের তুলনায় যা ১২০ শতাংশ বেশি। সূত্র: মেহর নিউজ এজেন্সি।

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

ইসলামিক কালচার অ্যান্ড কমিউনিকেশন অর্গানাইজেশন হল ইরানি সংস্থাগুলির মধ্যে একটি যেটি সংস্কৃতি ও ইসলামিক গাইডেন্স মন্ত্রণালয়ের সাথে অধিভুক্ত; এবং 1995 সালে প্রতিষ্ঠিত হয়েছিল।[আরও]

:

:

:

: