এজেন্সি
  • Mar 27 2022 - 15:07
  • 229
  • : Less than one minute

বাংলাদেশের সরকার ও জনগণকে শুভেচ্ছা জানালেন প্রেসিডেন্ট রায়িসি

বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে সেদেশের সরকার ও জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি।

বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে সেদেশের সরকার ও জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি। তিনি শনিবার (২৬ মার্চ) বাংলাদেশের প্রেসিডেন্ট আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো আলাদা অভিনন্দনবার্তায় এ শুভেচ্ছা জানান।

প্রেসিডেন্ট আব্দুল হামিদকে পাঠানো বার্তায় প্রেসিডেন্ট রায়িসি বাংলাদেশের সঙ্গে ইরানের বিদ্যমান চমৎকার ভ্রাতৃপ্রতীম সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করে বলেন, দু’দেশের সরকারের মধ্যে সহযোগিতার মাধ্যমে দু’টি মুসলিম জাতির মধ্যে সম্পর্ক উত্তরোত্তর ঘনিষ্ঠ ও শক্তিশালী হবে। ইরানের প্রেসিডেন্ট বলেন, বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে তার দেশের সম্পর্ক শক্তিশালী করার অফুরন্ত সুযোগ রয়েছে এবং এই সুযোগ কাজে লাগাতে উভয় দেশকে এগিয়ে আসতে হবে।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো বার্তায়ও প্রেসিডেন্ট রায়িসি দু’দেশের মধ্যে বিদ্যমান সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, দু’দেশের দায়িত্বশীলরা প্রচেষ্টা চালালে দ্বিপক্ষীয় সম্পর্ক আগের চেয়ে আরো বেশি শক্তিশালী হবে। প্রেসিডেন্ট রায়িসি বলেন, দু’দেশের জনগণের স্বার্থেই এই সম্পর্ক আরো শক্তিশালী ও ঘনিষ্ঠ হওয়া উচিত। সূত্র: পার্সটুডে

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: