এজেন্সি
  • Mar 30 2022 - 14:23
  • 229
  • : Less than one minute

জাতিসংঘের নিষেধাজ্ঞা শেষে দোহায় ডিমডেক্সে ইরানের অস্ত্র প্রদর্শন

২০২০ সালের অক্টোবরে, ইরানের বিরুদ্ধে জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা মেয়াদ শেষ হবার পর তেহরান আবারও আইনিভাবে বৈশ্বিক বাজারে অস্ত্র ক্রয়-বিক্রয় শুরু করতে পারছে।

২০২০ সালের অক্টোবরে, ইরানের বিরুদ্ধে জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা মেয়াদ শেষ হবার পর তেহরান আবারও আইনিভাবে বৈশ্বিক বাজারে অস্ত্র ক্রয়-বিক্রয় শুরু করতে পারছে। দীর্ঘ বিচ্ছিন্নতার পরও দেশটি নিজস্ব প্রযুক্তিতে অসংখ্য অস্ত্র উদ্ভাবন করেছে। স্পুটনিক
 
 কাতারে দোহা ইন্টারন্যাশনাল মেরিটাইম ডিফেন্স এক্সিবিশন অ্যান্ড কনফারেন্সে ইরানের বাভার ৩৭৩ এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম অনেকের নজর কেড়েছে।
 
 
 
 ইরানের তৈরি এ ধরনের প্রতিরক্ষা ব্যবস্থাপনায় অ্যান্টি-এয়ার মিসাইল রয়েছে যা ভূপৃষ্ঠ থেকে ২৭ কিলোমিটার উচ্চতায় ২৬০ কিলোমিটার দূরে আকাশের লক্ষ্যবস্তুকে নামাতে পারে। এধরনের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রুশ এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থার অনুরূপ বলে বিজ্ঞাপন দেওয়া হয়েছে, যা ইরান অতীতে কিনতে চেয়েছিল।
 

এছাড়া প্রদর্শনীতে নাসর-১  এ্যান্টি-শিপ ক্রুজ ক্ষেপণাস্ত্রের দুটি ভিন্ন মডেল, বিভিন্ন ধরনের মেশিনগানও অন্তর্ভুক্ত ছিল।

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: