এজেন্সি
  • Mar 29 2022 - 12:30
  • 218
  • : Less than one minute

এশিয়ান নারী যুব হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়ল ইরানের মেয়েরা

এশিয়ান নারী যুব হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে সোনার পদক জিতে ইতিহাস তৈরি করেছে ইরানের মেয়েরা।

এশিয়ান নারী যুব হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে সোনার পদক জিতে ইতিহাস তৈরি করেছে ইরানের মেয়েরা।

ইরানি দল শুক্রবার উজবেকিস্তানের বিরুদ্ধে ৪৪-৩৫ গোলে জয় দিয়ে ২০২২ চ্যাম্পিয়নশিপে অভিযান শুরু করে এবং কাজাখস্তানকে ২০-১৯ এবং ভারতকে ২৫-২৪ গোলে হারায়।

এই প্রথমবারের মতো ইরানের হ্যান্ডবল দল এশিয়ায় সোনার পদক জিতলো।

২০২২ এশিয়ান নারী যুব হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ এশিয়ান হ্যান্ডবল ফেডারেশনের অধীনে কাজাখস্তানের আলমাটিতে ১৮ থেকে ২৫ মার্চ অনুষ্ঠিত হচ্ছে।

স্বর্ণপদক জয়ের মধ্য দিয়ে জর্জিয়ায় অনুষ্ঠিতব্য ২০২২ নারী যুব বিশ্ব হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপেও টিকিট নিশ্চিত করেছে ইরানের মেয়েরা। সূত্র: তেহরান টাইমস।

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: