এজেন্সি
শাহ মসজিদ, ইসফাহান

শাহ মসজিদ, ইসফাহান

শাহ মসজিদ, ইসফাহান

ইরানের ভ্রমণ গাইডগুলোতে সুন্দর নীল এবং হলুদ মোজাইক দ্বারা আচ্ছাদিত একটি ইরানি স্থাপত্য নিদর্শন ব্যাপকভাবে দেখা যায়। এটিই ইরানে শাহ মসজিদ নামে পরিচিত- যা ১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের পর আনুষ্ঠানিকভাবে ‘ইমাম মসজিদ’ নামকরণ করা হয়েছে। আপনি একটি পুরো দিন মসজিদের চারপাশে হেঁটে কাটাতে পারেন, এর বিশদ বিবরণ গ্রহণ করতে পারেন, এর গোপন রহস্যগুলো খুঁজে পেতে পারেন। একটি জিনিস যা আপনি মিস করবেন না তা হলো মূল গম্বুজের কেন্দ্রের নিচে দাঁড়ানোর অভিজ্ঞতা, একটি ছোট বর্গক্ষেত্রে; এটি একটি ভিন্ন ধরনের পাথর দিয়ে তৈরি। সেখানে দাঁড়িয়ে কথা বলুন। আপনার কণ্ঠস্বরের প্রতিধ্বনি হবে অবর্ণনীয় এবং সেই অভিজ্ঞতাটিই অনেক মূল্যবান।

শাহ মসজিদ, ইসফাহান
সাফাভি আমল, ১৬১১ খ্রি
প্রথম শাহ আব্বাস

:

:

:

: