এজেন্সি
তিমচেহ

তিমচেহ

তিমচেহ

তিমচেহ : তিমচেহ হলো ইরানি বাজারের একটি অংশ যা স্থাপত্যের দৃষ্টিকোণ থেকে বাজারের সরু পথসমূহের সদৃশ এবং যা প্রধান পথের তুলনায় ছোট আকারে নির্মাণ করা হয়ে থাকে। এটি সচরাচর আচ্ছাদিত থাকে এবং এতে বড় বড় গম্বুজ রয়েছে। এটি সুন্দর প্লাস্টারওয়ার্ক এবং কাঠের কাজ দ্বারা সজ্জিত- যা এই স্থানটিকে বাজারগুলোর সবচেয়ে সুন্দর অংশগুলোর অন্যতম করে তুলেছে।

কিছুসংখ্যক লোকের মতে,‘তিম’ শব্দের অর্থ সরাইখানা আর  ‘তিমচেহ’ অর্থ ছোট সরাইখানা। যাহোক,সমসাময়িক সময়ে এটি ছোট সরাইখানা অথবা ছোট ও আচ্ছাদিত বাসা-বাড়ি বোঝাতে ব্যবহৃত হয়।

তিমচেহ একটি ফারসি শব্দ যার অর্থ যেকোনো গোলাকার,নিবিড় ও বিস্তৃত স্থান যা সাধারণত বৃহৎ বাণিজ্যিক কার্যক্রমের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। অন্য কথায়,এটি দ্বারা বেশ কয়েকটি অনুরূপ ব্যবসা প্রতিষ্ঠানের কেন্দ্রকেও বোঝানো হয়।

একটি তিমচেহকে একটি নিবিড়, প্রশস্ত ও আচ্ছাদিত বাজার হিসাবে বিবেচনা করা যেতে পারে-যার উভয় প্রান্ত বন্ধ। সাধারণত এ স্থানটিতে এক ধরনের বাণিজ্যিক কার্যক্রম পরিচালিত হয়। প্রতিটি তিমচেহ একটি আচ্ছাদিত কেন্দ্রীয় প্রাঙ্গণ, একটি পুকুর এবং কেন্দ্রীয় প্রাঙ্গণের চারপাশে দুই-তিনটি তলায় বেশ কয়েকটি দোকান নিয়ে গঠিত। প্রতিটি দোকান একজন নির্দিষ্ট বণিকের আওতায় থাকে এবং প্রায়শই সেটিকে তার নামেই উল্লেখ করা হয়। প্রকৃতপক্ষে,তিমচেহ শীর্ষস্থানীয় ব্যবসায়ী এবং বড় পাইকারদের জন্য একটি জায়গা ছিল।

প্রতিটি তিমচেহ একদিকে বাজারের প্রধান পথের সাথে এবং অন্য দিকে একটি সরাইখানার সাথে সংযুক্ত থাকে। পণ্যের কেনাবেচার সুবিধার্থে এবং গ্রাহকদের কাছে দৃশ্যমানতা সৃষ্টির জন্য তিমচেহ এর নিচের স্তরে একটি পণ্যাগার থাকে।

আকার-আকৃতির দিক দিয়ে তিমচেহগুলো প্রধানত দুই প্রকারে বিভক্ত: ১. ছাদযুক্ত (খিলানযুক্ত),এবং ২. ছাদবিহীন (কোনো খিলান ছাড়াই)।

খিলানযুক্ত ও ছাদযুক্ত তিমচেহগুলোর মধ্যে নির্মাণের ক্ষেত্রে অনেক মিল রয়েছে এবং সেগুলো যেভাবে তৈরি করা হয় তাতে এগুলোর মধ্যে অনেক সমন্বয় লক্ষ্য করা যায়। ছাদবিহীন তিমচেহ,যা সংখ্যায় খুবই কম, সেগুলোকে স্থাপত্যের দিক থেকে সাফাভি যুগের সরাইখানার উন্নত সংস্করণ বলা যায়। বেশিরভাগ তিম এবং তিমচেহ নির্মাণ শেষ হওয়ার কিছু সময়কাল পরে সেগুলোর ছাদ দেওয়া হয়েছিল।

সাধারণভাবে, নকশার দিক থেকে তিমচেহকে বর্গাকার,আয়তাকার,বৃত্তাকার,ডিম্বাকার,ষড়ভুজাকার এবং অষ্টভুজাকার- এ ছয়টি ভাগে ভাগ করা যেতে পারে। এর প্রধান নির্মাণসামগ্রী হলো ইট।

ইরানের সবচেয়ে বিখ্যাত তিমের মধ্যে কোম ও তেহরানের বড় তিম এবং তাবরিজের ‘মোজাফফরি’র নাম উল্লেখ করা যেতে পারে এবং দেশের সবচেয়ে বিখ্যাত তিমচেহগুলোর মধ্যে তেহরানের ‘হাজবেহ আল-দৌলা’ এবং কাশানের ‘আমিনি তিমচেহ’ এর নাম উল্লেখ করা যেতে পারে।

লেখক: আজিতা রজবী

তিমচেহ

:

:

:

: