গোম্বাদ-ই সোর্খ্ (লাল গম্বুজ), মারাগেহ, পূর্ব আজারবাইজান
গোম্বাদ-ই সোর্খ্ বা লাল গম্বুজ মারাগেহ শহরের ৫টি বিদ্যমান সমাধির মধ্যে প্রাচীনতম। লাল গম্বুজ হলো একটি আয়তাকার আকৃতির স্থাপনা যাতে একটি গম্বুজ রয়েছে। এই স্থাপনায় একটি শাবেস্তান (ভূগর্ভস্থ কক্ষ) রয়েছে,যা একটি পাহাড়ের উপর অবস্থিত এবং এটি এক ধরনের সমাধিগৃহের মতো যা এই স্থাপনার ভেতরে ও নিচে নির্মিত হয়েছে। এর পূর্বদিকে একটি দরজা রয়েছে যা সমাধিগৃহকে বাইরের সাথে সংযুক্ত করে। আর ভবনের চারটি জানালা মূল অষ্টভুজাকৃতির ছাদের নিকটবর্তী অংশে বসানো হয়েছে।
ভবনের পশ্চিম, দক্ষিণ ও পূর্ব দিকে স্ট্রিপ-আকৃতির শিলালিপি রয়েছে যা পরবর্তীকালে তৈরি করা হয়েছিল। ভবনের ভিত্তি খোদাই করা পাথর দিয়ে তৈরি। একইভাবে, ভবনের দ্বিতীয় গম্বুজের খিলানগুলোর ছোট ছোট তলদেশ সমর্থনকারী স্তম্ভগুলোর চূড়া সমস্তই পাথরের তৈরি। ভবনের বাকি অংশ সম্পূর্ণ ইট দিয়ে তৈরি এবং ইটের ওপরে ফিরোজা টাইল ব্লক ব্যবহার করা হয়েছে। লাল ইট এবং রঙিন এনামেল টাইলস থেকে খোদাই করা কিছু জ্যামিতিক শিলালিপি এবং মোটিফ ভবনের প্রবেশপথের উপরে স্থাপন করা হয়েছে। এই শিলালিপি অনুসারে, ভবনটি আবদুল আজিজ নামে একজনের জীবদ্দশায় নির্মিত হয়েছিল যিনি নিজেকে আজারবাইজানের শাসক বলে দাবি করেছিলেন। তবে এই ব্যক্তি সম্পর্কে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি।
গোম্বাদ-ই সোর্খ্ (লাল গম্বুজ), মারাগেহ, পূর্ব আজারবাইজান | |