.jpg)
বু আলী সিনা বিশ্ববিদ্যালয়
ফারসি ১৩৫২ সালে (1973 সালে) বু আলী সিনা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমোদনপত্র জারি করা হয় এবং ১৩৫৫ সালে (1976 সালে) বিভিন্ন পর্যায়ে 200 জন শিক্ষার্থী ভর্তির মাধ্যমে এর শিক্ষা কার্যক্রম শুরু হয়। বিশ্ববিদ্যালয়টি মূল অংশ প্রায় 250,000 বর্গমিটার এলাকা জুড়ে নির্মিত এবং এর বিস্তৃতির পরিমাণ প্রায় 205 হেক্টর। এই বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের সাথে অধ্যাপকের অনুপাত হলো 22। বিশ্ববিদ্যালয়টি বর্তমানে বিভিন্ন দেশ থেকে আগত ফারসি ভাষা শিখতে আগ্রহী শিক্ষার্থী ছাড়াও বিদেশী ছাত্রদের জন্য অন্যান্য বিষয়ে শিক্ষার সুযোগ সৃষ্টি করেছে।
বু আলি সিনা ইউনিভার্সিটি 2021 সালের ওয়েবমেট্রিক্সের জরিপ মতে বিশ্বে 1825,এশিয়ায় 561, মধ্যপ্রাচ্যে 80 এবং দেশের সমস্ত বিশ্ববিদ্যালয়ে মধ্যে 23তম স্থানে ছিল। এছাড়াও এ বিশ্ববিদ্যালয়, টাইমস র্যাঙ্কিং সিস্টেম অনুসারে,বিশ্বের সবচেয়ে কার্যকর (সফল) বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রকৌশল বিজ্ঞানে 601-800-এর মধ্যে, পদার্থবিজ্ঞানে 801-1000-এর মধ্যে, জীববিজ্ঞানে এটি 800+ অবস্থানে রয়েছে এবং এশিয়াতে এটি র্যাঙ্কিংয়ে 301-350 এর মধ্যে রয়েছে। ইউনিভার্সিটিটি লিডেন র্যাঙ্কিং-এ 1000তম স্থানে রয়েছে,আইএসসি সূচকের পরিপ্রেক্ষিতে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অষ্টম স্থানে রয়েছে এবং ইসলামি বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে 50তম স্থানে রয়েছে৷এছাড়াও, এটি ইরানের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে মানসম্পন্ন নিবন্ধ প্রকাশের তোলিকায় পঞ্চম এবং আইএসআই বিজ্ঞানীদের সংখ্যার দিক থেকে পঞ্চম স্থানে রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের বর্তমানে 440 জন অনুষদ সদস্য, প্রায় 700 জন কর্মচারী, প্রায় 12,000 ছাত্র, 317 টি বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর এবং ডক্টরাল ডিগ্রিতে অধ্যয়নরত ছাত্র রয়েছে। বর্তমান সময় পর্যন্ত বিভিন্ন শিক্ষাগত স্তরে প্রায় 47,000 ছাত্র এ বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা লাভ করেছে।
বু আলী সিনা বিশ্ববিদ্যালয়ের ১৩টি অনুষদ রয়েছে,যেগুলো হলো:
মৌলিক বিজ্ঞান, রসায়ন, মানবিক বিজ্ঞান, ক্রীড়া বিজ্ঞান,অর্থনীতি ও সমাজ বিজ্ঞান, কারিগরি ও প্রকৌশল, কৃষি, শিল্পকলা (চারুকলা) ও স্থাপত্য,ভেটেরেনারী প্যারামেডিক্যাল, কারিগরি ও প্রাকৃতিক সম্পদ, কাবুদরাহাং কারিগরি ও প্রকৌশল, রাজান ব্যবস্থাপনা ও হিসাব বিজ্ঞান এবং ও বাহার খাদ্য শিল্প ।
গবেষণাগত সফলতা এবং নতুন শিক্ষার্থীদের আকৃষ্ট করার ক্ষেত্রে এই অনুষদগুলোর মধ্যে রসায়ন, প্রকৌশল, কৃষি, মৌলিক বিজ্ঞান এবং মানবিক বিজ্ঞান অনুষদগুলো তালিকার শীর্ষে রয়েছে।
বু আলি সিনা বিশ্ববিদ্যালয়ের বিশেষ বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন শাখায় উচ্চ মানের গবেষণার ক্ষেত্রে সফলতা এবং পোস্ট গ্রাজুয়েট শিক্ষার উন্নয়ন ও সম্প্রসারণ,সেই সাথে বিশ্বের শীর্ষস্থানীয় গবেষক হিসাবে বু আলি সিনা বিশ্ববিদ্যালয়ের 9 জন অনুষদ সদস্য এবং 4 জন ডিগ্রিধারীর নামের উল্লেখ এবং তাঁদের গবেষণাপ্রবন্ধ ও গ্রন্থ থেকে আন্তর্জাতিক জার্নালসমূহে ব্যাপকভাবে উদ্ধৃতি যা অনেক বছর ধরে এই বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, ফ্যাকাল্টি মেম্বার,স্টাফ এবং ছাত্রদের ধারাবাহিক প্রচেষ্টার ফল।
উল্লেখ্য যে, দেশে ও বিদেশে এই বিশ্ববিদ্যালয়টি রসায়নশাস্ত্রে বিশেষ খ্যাতির অধিকারী এবং আন্তর্জাতিক জার্নালগুলোতে এই বিশ্ববিদ্যালয়ের অনুষদ সদস্যদের লিখিত নিবন্ধের রেফারেনসের সংখ্যাগত প্রাচুর্যের কারণে বিশেষ প্রসিদ্ধি লাভ করেছে যার ভিত্তিতে বু আলী সিনা বিশ্ববিদ্যালয়টিকে বিশ্বের অন্যতম কার্যকর (সফল) বিশ্ববিদ্যালয় হিসাবে গণ্য করা যেতে পারে। এই গুরুত্বপূর্ণ অবস্থান সাম্প্রতিক বছরগুলোতে অর্জিত হয়েছে।
বু আলি সিনা ইউনিভার্সিটির সেন্টার ফর ডেভেলপমেন্ট অ্যান্ড টেকনোলজি এখন পর্যন্ত তথ্যপ্রযুক্তি, ইলেক্ট্রিক্যাল ও ইলেকট্রনিক্স এবং অন্যান্য ক্ষেত্রে সক্রিয় 38টি কোম্পানির সাথে সহযাগিতামূলক সম্পর্ক স্থাপন করেছে এবং ছাত্র,শিক্ষক ও প্রতিভাবান (যোগ্য ও মেধাবী) ব্যক্তিদের আকৃষ্ট করতে সক্ষম হয়েছে এবং তাদের থেকে বিভিন্ন প্রযুক্তিগত পরিকল্পনা (প্ল্যান) এবং স্কিম গ্রহণের ক্ষেত্রে উল্লেখযোগ্য সফলতা লাভ করেছে।
বিশ্ববিদ্যালয়টি ছাত্রদের 57টি বিজ্ঞান সংঘ, 13টি সাংস্কৃতিক ও শিল্পকলা কেন্দ্র,5টি ইসলামি সংগঠন এবং 23টি সক্রিয় প্রকাশনাসহ সাংস্কৃতিক ও সামাজিক ক্ষেত্রে দেশের অন্যতম শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় হিসাবে পরিচিত।
বু আলি সিনা বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক ইতিহাস জাদুঘর হলো ইরান, এমনকি এই অঞ্চলের সবচেয়ে বৈচিত্র্যময় ও আকর্ষণীয় বৈজ্ঞানিক জাদুঘরগুলোর অন্যতম,যার একটি জাতীয় এবং আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ অবস্থান রয়েছে,যার বিশ্ব পর্যায়ের (প্রত্নতাত্ত্বিক) আবিষ্কার এবং কিছু অনন্য নিদর্শনও রয়েছে এবং কয়েক বছর ধরে ইরান ও বিশ্বের বিভিন্ন অঞ্চলে ধারাবাহিক অনুসন্ধান ও খননকাজ চালানোর মাধ্যমে যেগুলো সংগ্রহ করা হয়েছে এবং বর্তমানে বিভিন্ন ঐতিহাসিক সময়ের কিছু বিলুপ্তপ্রায় এমনকি বিলুপ্ত নিদর্শন (জড়বস্তু) ও নমুনা (প্রাণী) এ জাদুঘরের ছয়টি মূল হলে সংরক্ষিত আছে যার কারণে প্রতি বছর হাজার হজার আগ্রহী ব্যক্তি, দেশী-বিদেশী পর্যটক,বিশেষ করে গবেষক,পণ্ডিত এবং শিক্ষার্থী এই জাদুঘর পরিদর্শন করেন।
বু আলী সিনা বিশ্ববিদ্যালয় | |
মোট ছাত্রসংখ্যা ১২০০০ | |
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট : https://basu.ac.ir/en/home |

