কুর্দিস্তান বিশ্ববিদ্যালয়
সানানদাজের কুর্দিস্তান বিশ্ববিদ্যালয় পশ্চিম ইরানের কুর্দিস্তান প্রদেশে অবস্থিত। এটি ইরানের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি। এই বিশ্ববিদ্যালয়টি ১৯৭৪ সালে তেহরান শিক্ষক প্রশিক্ষণ বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়ে সানানদাজ উচ্চ প্রশিক্ষণ কলেজ হিসাবে কাজ শুরু করে এবং ফারসি ১৩৭০ সালে (১৯৯১ খ্রি.) ইরানের বিজ্ঞান,গবেষণা ও প্রযুক্তি মন্ত্রণালয় এই উচ্চ শিক্ষা কেন্দ্রটিকে ‘কুর্দিস্তান বিশ্ববিদ্যালয়’ হিসাবে স্বীকৃতি দেয়। এই বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ৭টি অনুষদে ৮০টি স্নাতক কোর্স রয়েছে এবং ৩৫০ জন অনুষদ সদস্য এবং প্রায় ১০০০০ আন্ডারগ্রাজুয়েট,স্নাতক,স্নাতক এবং ডক্টরেট ডিগ্রির ছাত্র রয়েছে। ইরানে প্রথমবারের মতো এই বিশ্ববিদ্যালয়ে কুর্দি ভাষা ও সাহিত্যের বিষয়টি চালু হয় এবং ১৯৯৪ সালের শিক্ষাবর্ষ থেকে ৪০ জন শিক্ষার্থী ভর্তির মাধ্যমে কাজ শুরু করে।
অনুষদসমূহ
ভাষা ও সাহিত্য অনুষদ
মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদ
মৌলিক বিজ্ঞান অনুষদ
প্রাকৃতিক সম্পদ অনুষদ
কৃষি অনুষদ
প্রকৌশল অনুষদ
কলা অনুষদ
স্থাপত্য অনুষদ
গবেষণা প্রতিষ্ঠান এবং অধিভুক্ত কেন্দ্র
ন্যানোটেকনোলজি রিসার্চ ইনস্টিটিউট, মেডিসিনাল প্ল্যান্টস রিসার্চ ইউনিট, স্ট্রবেরি রিসার্চ সেন্টার, কুর্দিস্তান রিসার্চ ইনস্টিটিউট, ওয়াটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ সেন্টার, মাইক্রোনেট এবং ইন্টেলিজেন্ট নেটওয়ার্ক রিসার্চ সেন্টার, ফরেস্ট্রি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার, টেকনোলজি ইউনিট গ্রোথ সেন্টার
টাইমস সায়েন্টিফিক ইনস্টিটিউট প্রকাশিত সর্বশেষ ফলাফল অনুসারে,কুর্দিস্তান বিশ্ববিদ্যালয় ২০২১ সালে ইউনিভার্সিটি ইমপ্যাক্ট র্যাঙ্কিং-এ ইরানের সকল বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১৫তম,পূর্ণাঙ্গ ইরানি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৭ম এবং বিশ্বব্যাপী র্যাঙ্কিংয়ে ৬০১-৮০০ –এর মধ্যে ছিল।
কুর্দিস্তান বিশ্ববিদ্যালয় | |
বর্তমান ছাত্রসংখ্যা ১০০০০ | |
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট: https://en.uok.ac.ir/EN.aspx |