এজেন্সি
ইমাম খোমেইনি (র.) আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়

ইমাম খোমেইনি (র.) আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়

ইমাম খোমেইনি (র.) আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়

ইমাম খোমেইনি বিশ্ববিদ্যালয় ফারসি ১৩৭০ সালে (১৯৯১ খ্রি.) এবং এটি প্রতিষ্ঠিত হওয়ার আইন মজলিশে শুরায়ে ইসলামিতে (ইরানি পার্লামেন্টে) অনুমোদিত হওয়ার পর কাজ শুরু করে এবং এখন পর্যন্ত বিশ্বের ১০০টি দেশের শিক্ষার্থীদেরকে সম্মানের সাথে গ্রহণ করেছে এবং সারা পৃথিবীতে বিস্তৃত বিভিন্ন সংস্কৃতিকে স্বাগত জানানোর গৌরব অর্জন করেছে। বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এই বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ে ৩০টির বেশি, স্নাতোকোত্তর পর্যায়ে ৭০টির বেশি এবং পিএইচডি পর্যায়ে ৩০টি বিষয় এবং ৩৩টি শিক্ষা বিভাগে জ্ঞান অর্জনে নিয়োজিত আছে।

বর্তমানে বিজ্ঞান ও গবেষণা বিষয়ক ৭টি অনুষদ, সাহিত্য ও মানবিক বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, মৌলিক বিজ্ঞান,প্রযুক্তি ও প্রকৌশল, কৃষি ও প্রাকৃতিক সম্পদ অনুষদ, আর্কিটেকচার ও নগরায়ন এবং ফারসি ভাষা শিক্ষা কেন্দ্র চালু রয়েছে। ৬৫০৯ ইরানি ছাত্র ও ৬৯৩ বিদেশী ছাত্র স্নাতক, স্নাতোকোত্তর ও পিএইচডি পর্যায়ে ১০০টিরও বেশি বিষয়ে পড়াশোনা করছে এবং ৯২৫ বিদেশী শিক্ষার্থী এই বিশ্ববিদ্যালয়ে ভাষা শিক্ষায় রত আছে।

অনুষদগুলোতে শিক্ষাপোযোগী সরঞ্জাম ও সুযোগ-সুবিধা রয়েছে,৬০টিরও অধিক বিশেষায়িত ল্যাব ও ওয়ার্কশপ,পর্যবেক্ষণাগার,গ্রিনহাউজ ও কৃষি গবেষণাগার, ১০টিরও অধিক কম্পিউটার ডেটাবেজ (সাইট) এবং বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের যেমন সেমিনার,সভা ও প্রদর্শনীর জন্য স্বতন্ত্র হলরুম রয়েছে। 

এখন পর্যন্ত ৯০টি দেশের ৪ হাজারেরও বেশি ছাত্র ফারসি ভাষা শিক্ষা কেন্দ্রে ভর্তি হয়েছে। এই কেন্দ্রটিই বিজ্ঞান, গবেষণা ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিদেশীদের জন্য আনুষ্ঠানিকভাবে ফারসি ভাষা শিক্ষা দানের একমাত্র স্বীকৃত প্রতিষ্ঠান হিসাবে নির্বাচিত হয়েছে।

বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে ৩00 অনুষদ সদস্য শিক্ষাদান ও জ্ঞান-গবেষণায় সক্রিয় রয়েছেন যাদের প্রায় ৮৮% সহকারী অধ্যাপক বা এর চেয়েও উঁচু পদের,যাঁদেরকে স্ব স্ব ক্ষেত্রে তাঁদের বিশেষায়িত জ্ঞানের কারণে উচ্চ পর্যায়ের বিশিষ্ট জ্ঞানী বলে গণ্য করা হয়। এছাড়াও এই বিশ্ববিদ্যালয়ের অনুষদ সদস্যদের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অনেক রচনা,উদ্ভাবন ও বৈজ্ঞানিক অর্জন রয়েছে যাতে ১৯৮৩ সালে গ্রন্থ অনুবাদের ক্ষেত্রে প্রথম স্থান,২০০৫ থেকে ২০১০ সাল পর্যন্ত গণিত বিষয়ে সর্বাধিক উদ্ধৃত নিবন্ধসমূহের সংখ্যা,৩৩৪টি আইএসআই  নিবন্ধ প্রকাশ, ১৩৭টি রচনা ও বইয়ের অনুবাদ, ৮৫ সাল থেকে এ পর্যন্ত ১৫টি পেটেন্ট এর অর্জনসমূহের অন্তর্ভুক্ত বলে গণ্য।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি ৪০৬০ বর্গমিটারের বেশি আয়তনের এবং এতে সংরক্ষিত বিভিন্ন ভাষায় ছাপানো পত্রিকা ও গ্রন্থসমূহের বিবরণ হলো:১১৫৮৪০টি ফারসি ও আরবি গ্রন্থ,২০৩৯৮টি বিদেশী বই,৫৫টি শিরোনামে নিয়মিত ফারসি ও বিদেশী গবেষণা পত্রিকা,৮ হাজারের অধিক ফারসি ও বিদেশী ভাষার প্রকাশনার আর্কাইভ, ১৫২ শিরোনামের বৈজ্ঞানিক গবেষণা এবং ৩৪৮৮ শিরোনামের থিসিসের সম্পূর্ণ টেক্সট ইলেকট্রনিক মাধ্যমে সহজে পাওয়ার জন্য তথ্যব্যাংকে সংরক্ষিত আছে।

ইমাম খোমেইনি (র.) আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়
সর্বমোট ছাত্রসংখ্যা ৮২০৮
বিদেশী ছাত্রসংখ্যা ১৬১৮
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট: http://www.ikiu.ac.ir/en/

:

:

:

: