এজেন্সি
খারাজমি ইউনিভার্সিটি, তেহরান ও কারাজ

খারাজমি ইউনিভার্সিটি, তেহরান ও কারাজ

খারাজমি ইউনিভার্সিটি, তেহরান ও কারাজ

খারাজমি ইউনিভার্সিটি (পূর্বের শিক্ষক প্রশিক্ষণ ইন্সটিটিউট) ইরানের বিজ্ঞান,গবেষণা ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধিভুক্ত একটি পাবলিক বিশ্ববিদ্যালয় যার নামকরণ করা হয়েছে তৃতীয় হিজরি শতাব্দীর একজন ইরানি বিজ্ঞানী মোহাম্মদ ইবনে মূসা খারাজমির নামানুসারে। এটি তেহরান ও কারাজে অবস্থিত।

এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা লাভ করে ১২৯৭ খ্রিস্টাব্দে এবং এটি ইরানের প্রথম উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে পরিচিত। বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকবার নাম পরিবর্তন করা হয়েছে এবং কারাজে একটি ক্যাম্পাস যুক্ত করা হয়েছে। বর্তমানে খারাজমি বিশ্ববিদ্যালয় স্নাতক থেকে ডক্টরেট পর্যন্ত বিভিন্ন স্তরে মৌলিক বিজ্ঞান, মানবিক বিজ্ঞান,প্রশিক্ষণ বিজ্ঞান এবং প্রকৌশল বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে শিক্ষার্থীদের ভর্তি নিয়ে থাকে।

১৩১২ সালে এই বিশ্ববিদ্যালয়ের নাম উচ্চ শিক্ষক কলেজের পরিবর্তে উচ্চতর বিশ্ববিদ্যালয় রাখা হয়  এবং ১৩৫৩ সালে শিক্ষক প্রশিক্ষণ বিশ্ববিদ্যালয় নামকরণ করা হয়। এই বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে খারাজমি বিশ্ববিদ্যালয় রাখা হয় যা ১৯৮১-৮২ সালে বিজ্ঞান মন্ত্রণালয়ের উচ্চ শিক্ষা উন্নয়ন কাউন্সিল কর্তৃক অনুমোদিত হয়, কিন্তু সাংস্কৃতিক বিপ্লবের সুপ্রিম কাউন্সিলের অনুমোদনের অভাবে এই নামকরণটি ৯০ এর দশকের শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি।

২০১৯, ২০২০ ও ২০২১ সালে খারাজমি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদ র‌্যাঙ্কিংয়ে ৬০১-৮০০ এর মধ্যে ছিল। ইরানি বিশ্ববিদ্যালগুলোর মধ্যে শিল্প আয় বিভাগে এটি দশম স্থানে রয়েছে।

অনুষদসমূহ
পদার্থবিদ্যা অনুষদ
গণিত ও কম্পিউটার বিজ্ঞান অনুষদ
মনোবিজ্ঞান ও প্রশিক্ষণ বিজ্ঞান অনুষদ
সাহিত্য ও মানবিক অনুষদ
আইন ও রাষ্ট্রবিজ্ঞান অনুষদ
শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান অনুষদ
রসায়ন অনুষদ
ভূগোল 
জীবন বিজ্ঞান অনুষদ,২০১০ সালে প্রতিষ্ঠিত
প্রকৌশল অনুষদ
মৃত্তিকা বিজ্ঞান অনুষদ
আর্থিক বিজ্ঞান অনুষদ
অর্থনীতি অনুষদ
ব্যবস্থাপনা অনুষদ

স্থাপত্য অনুষদ

গবেষণা প্রতিষ্ঠানসমূহ
প্লাজমা রিসার্চ ইনস্টিটিউট
গতি বিজ্ঞান ইনস্টিটিউট
ফলিত বিজ্ঞান গবেষণা ইনস্টিটিউট
কনভারজেন্ট সায়েন্স রিসার্চ ইনস্টিটিউট
গ্রীন কেমিস্ট্রি রিসার্চ ইনস্টিটিউট
দর্শন ও তুলনামূলক আইন গবেষণা ইনস্টিটিউট

প্রাকৃতিক দুর্যোগ ও ব্যবস্থাপনা গবেষণা ইনস্টিটিউট

গবেষণা কেন্দ্রসমূহ
তথ্য প্রযুক্তি ও যোগাযোগ কেন্দ্র
শিল্পোদ্যোগ ও সামাজিক যোগাযোগ কেন্দ্র
প্রযুক্তিগত ইউনিটের উন্নয়ন ও বিকাশ কেন্দ্র
অপা সেন্টার
ওয়েল রিসার্চ সেন্টার
পানি গবেষণা কেন্দ্র
ফ্লাড রিসার্চ সেন্টার
বাহার ফারসি সাহিত্য গবেষণা ইনস্টিটিউট
ড. মাসাহেব গণিত গবেষণা ইনস্টিটিউট
শিক্ষা,মনস্তত্ত্ব ও সামাজিক গবেষণা ইনস্টিটিউট
মানমন্দির 
গ্রন্থাগার
কেন্দ্রীয় গ্রন্থাগার
ইন্টারনেট সার্চিং লাইব্রেরি
গবেষণা অভিসন্দর্ভসমূহের ডাটাবেস 
গবেষণাগার
কেন্দ্রীয় গবেষণাগার
স্ট্র্যাটেজিক টেকনোলজিস ল্যাবরেটরি নেটওয়ার্ক
নিরাপত্তা,স্বাস্থ্য ও পরিবেশ গবেষণাগার 
খারাজমি ইউনিভার্সিটি, তেহরান ও কারাজ
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট: https://khu.ac.ir/en

:

:

:

: