তাবরীয বিশ্ববিদ্যালয়
তাবরীয বিশ্ববিদ্যালয় বিজ্ঞান, গবেষণা ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে একটি সরকারি বিশ্ববিদ্যালয় যা তাবরীয শহরে অবস্থিত। এই বিশ্ববিদ্যালয়ে ২০টি অনুষদ এবং সর্বমোট ২৯টি শিক্ষা কমপ্লেক্স ও জ্ঞান উন্নয়ন কেন্দ্র (Centre of Excellence) রয়েছে। এই বিশ্ববিদ্যালয়ের পরিচিতির ক্ষেত্রে অপর যে বিষয়টি সকলের দৃষ্টি আকর্ষণ করে তা হলো এর অনুষদ সংখ্যা ও ছাত্রসংখ্যার আধিক্য। তাবরীয বিশ্ববিদ্যালয়ের ৮০০ এর অধিক অনুষদ সদস্য রয়েছে আর এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংখ্যা প্রায় ২৪০০০। শিক্ষার্থী ও ছাত্ররা তাবরীয বিশ্ববিদ্যালয়ে নিম্নলিখিত বিভাগে শিক্ষা অর্জন করতে পারে:
স্নাতক ডিগ্রিতে ১৬৪টি, স্নাতোকোত্তর ডিগ্রিতে ৩২২টি ও পিএইচডিতে ২০৯টি বিভাগ। তাবরীয বিশ্ববিদ্যালয় দুটি ক্যাম্পাস নিয়ে গঠিত: একটি আরাস আন্তর্জাতিক ক্যাম্পাস, আরেকটি তাবরীয স্বায়ত্তশাসিত ক্যাম্পাস। সাংহাই এর র্যাঙ্কিং অনুযায়ী বিশ্বে এই বিশ্ববিদ্যালয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ ২০১-৩০০এর মধ্যে, ইলেকট্রিক ও ইলেক্ট্রনিক্স-এ ৪০১-৫০০ এর মধ্যে,অটোমেশান অ্যান্ড কন্ট্রোল-এ ১৫১-২০০ এর মধ্যে,বিজ্ঞান ও যন্ত্রপ্রকৌশলে ১০১-১৫০ এর মধ্যে,সিভিল ইঞ্জিনিয়ারিং-এ ১৫১-২০০ এর মধ্যে,কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ৩০১-৪০০ এর মধ্যে,অ্যানার্জি ইঞ্জিনিয়ারিং-এ ২০১-৩০০ এর মধ্যে,ওয়াটার রিসোর্সেস-এ ৭৬-১০০ এর মধ্যে,নিউট্রিশান সায়েন্স ও টেকনোলজিতে ২০১-৩০০ এর মধ্যে স্থান লাভ করেছে।
বিশ্ববিদ্যালয়ের অনুষদসমূহ
সাহিত্য এবং বিদেশী ভাষা অনুষদ
অর্থনীতি ও ব্যবস্থাপনা অনুষদ
ধর্মতত্ত্ব এবং ইসলামিক বিজ্ঞান অনুষদ
স্কুল অফ প্ল্যানিং অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস
আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদ
ভেটেরিনারি মেডিসিন অনুষদ
রসায়ন অনুষদ
শারীরিক শিক্ষা এবং ক্রীড়া বিজ্ঞান অনুষদ
শিক্ষা ও মনোবিজ্ঞান অনুষদ
গণিত বিজ্ঞান অনুষদ
প্রাকৃতিক বিজ্ঞান অনুষদ
পদার্থবিদ্যা অনুষদ
কৃষি অনুষদ
ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদ
রাসায়নিক ও পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং অনুষদ
সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদ
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদ
আহর স্কুল অফ এগ্রিকালচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্স
মারান্দ প্রকৌশল অনুষদ
মিডল ইঞ্জিনিয়ারিং অনুষদ
বৈজ্ঞানিক কেন্দ্রসমূহ
সায়েন্টিফিক সেন্টার অব মলিউকুলার মোডিফিকেশন অব সেরিয়াল্স (গম ও বার্লি)
সায়েন্টিফিক সেন্টার অব ফটোনিক্স
হাইড্রোইনফরমেটিক্স সায়েন্টিফিক সেন্টার
সায়েন্টিফিক সেন্টার ফর সোশোলোজিক্যাল সেফটি
গবেষণা কেন্দ্রসমূহ
ফলিত পদার্থবিদ্যা এবং জ্যোতির্বিদ্যা ইনস্টিটিউট
পরিবেশ গবেষণা ইনস্টিটিউট
ইরানের ইতিহাস ও সংস্কৃতি ইনস্টিটিউট
ককেশাস, আনাতোলিয়া এবং মধ্য এশিয়া গবেষণা ইনস্টিটিউট
ইসলামিক-মানবিক গবেষণা ইনস্টিটিউট
সামাজিক গবেষণা ইনস্টিটিউট
ভূ-পর্যটন গবেষণা কেন্দ্র
ভূগোল গবেষণা বিভাগ
শিল্পভিত্তিক গণিত গবেষণা কেন্দ্র
প্রকৌশল ও জল বিজ্ঞান গবেষণা ইনস্টিটিউট
বিজ্ঞান ও জৈবপ্রযুক্তি গবেষণা কেন্দ্র
তাবরীয বিশ্ববিদ্যালয় | |
সর্বমোট ছাত্রসংখ্যা ২৪০০০ | |
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের লিঙ্ক: https://tabrizu.ac.ir/en |