এজেন্সি
শুশতার হিস্টোরিক্যাল হাইড্রলিক সিস্টেম

শুশতার হিস্টোরিক্যাল হাইড্রলিক সিস্টেম

শুশতার হিস্টোরিক্যাল হাইড্রলিক সিস্টেম

খ্রিস্টপূর্ব ৫ম শতকে শাসক দারিউস দ্যা গ্রেটের সময় শুশতার হিস্টোরিক্যাল হাইড্রলিক সিস্টেম নির্মাণ করা হয়। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় এটি নিবন্ধিত হয় ২০০৯ সালে। ধারাবাহিক কয়েকটি চ্যানেলের মাধ্যমে শুশতার শহরে পানি সরবরাহে সিস্টেমটি ব্যবহার করা হতো। তৎকালীন সময়ের উল্লেখযোগ্য বিস্ময়কর অর্জন হিসেবে এটি বিবেচিত হয়। বর্তমানে আজকের দিনেও সিস্টেমটি ব্যবহার করা হয়।

ইউনেস্কো সিস্টেমটিকে ‘মাস্টারপিস অব ক্রেয়েটিভ জিনিয়াস’ হিসেবে উল্লেখ করেছে। ব্রিজ, ওয়েয়ারস, বাঁধ, কল, পানির ক্যাসকেড, খাল এবং টানেলের আন্তঃসংযুক্ত একটি সেট নিয়ে হাইড্রলিক সিস্টেম নির্মাণ করা হয়েছে। কমপ্লেক্সটিতে ব্যবহৃত মূল উপাদান হচ্ছে গ্রানাইট, চুনের প্লাস্টার ও মর্টার।

শুশতার হিস্টোরিক্যাল হাইড্রলিক সিস্টেম

:

:

:

: