এজেন্সি
শুরাবিল লেক, আরদেবিল

শুরাবিল লেক, আরদেবিল

শুরাবিল লেক, আরদেবিল

বিনোদনমূলক শুরাবিল লেক বা হ্রদের আয়তন ১৮০ হেক্টর। এই হ্রদকে শুরাবিল নামকরণের কারণ হলো এর পানির উচ্চ লবণাক্ততা,যার কাদা প্রাচীনকালে অসুস্থ মানুষকে সুস্থ করে তুলত। তাজা ও মিঠা পানি যুক্ত হওয়ার কারণে এই হ্রদের পানির বর্তমান প্রকৃতি আর  অতীতের মতো নেই- ভিন্নধর্মী হয়ে গেছে।

শুরাবিল,যা শহরের অভ্যন্তরে ইরানের একমাত্র প্রাকৃতিক হ্রদ, এটি পরিযায়ী পাখির অন্যতম গুরুত্বপূর্ণ আবাসস্থল। যেমন : ধূসর পেলিকান,ঝুঁটিওয়ালা হাঁস,সোনালি হাঁস,গ্রেল্যাগ রাজহাঁস,ছোট সারসজাতীয় পাখি,কালো সারস,তিতির পাখি,রঙিন পাখি,হাঁস,ইউরেশিয়ান বালিহাঁস,চকা,বাজপাখি ইত্যাদি। ২০ মিটার গভীরতার এই হ্রদটি বিভিন্ন ধরনের মাছ, যেমন : ট্রাউট,নর্দার্ন পাইক, কার্প এবং গলদা চিংড়ির প্রজনন ক্ষেত্র। তাপমাত্রা হ্রাসের সাথে সাথে এই হ্রদের সমস্ত বা অংশবিশেষের পৃষ্ঠদেশ বরফ হয়ে যায়।

একটি বিনোদন এবং সবুজ স্থান হিসাবে প্রাকৃতিক আকর্ষণের পাশাপাশি শুরাবিল পর্যটকদের বিভিন্ন ধরনের বিনোদনমূলক,ক্রীড়া ও সাংস্কৃতিক সুবিধা দিয়ে থাকে, যেমন বোটিং,রানিং ট্র্যাক, সাইক্লিং ট্র্যাক,চিড়িয়াখানা,বেশ কয়েকটি হোটেল,একটি বিনোদন পার্ক এবং লেকের মাঝখানে অবস্থিত একটি রেস্তোরাঁর সুবিধা। সারিন জেলা এবং এর উষ্ণ ঝরনার স্থানের পরে শুরাবিল হ্রদটি আরদেবিল প্রদেশের দ্বিতীয় সর্বাধিক দর্শনীয় স্থান।

শুরাবিল লেক, আরদেবিল

:

:

:

: