জিনেহগান গুহা, ইলাম
জিনেহগান গুহা, ইলাম
এই ছাদবিহীন গুহাটি এক কিলোমিটারেরও বেশি দীর্ঘ এবং এতে প্রচুর জল, পার্শ্বপ্রকোষ্ঠ এবং প্রাকৃতিক ও খুব আকর্ষণীয় খাঁজসমূহ রয়েছে।
গুহার ভিতরের বাতাস ঠাণ্ডা ও মনোরম। গুহার ভিতরে এবং বাইরের তাপমাত্রার পার্থক্য মাঝে মাঝে ২০ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি হয় এবং সেই কারণেই জিনেহগান গুহাটি স্বর্গগুহা নামে পরিচিত। গুহার অভ্যন্তরে ফার্ন, শ্যাওলা ও বন্য উদ্ভিদের অস্তিত্ব, গুহার মেঝের পাথরের সুন্দর রঙ, গুহার ভিতরের গোলকধাঁধা, গুহার কিছু অংশের পরস্পর বাঁধা প্রান্ত সবই এই গুহার প্রকৃতির বিস্ময় সৃষ্টিতে অবদান রেখেছে।
এই গুহার মেঝের কিছু অংশ বালি ও চুনে ঢাকা এবং গুহার অনেক অংশে পানির স্তর ৫০ সেন্টিমিটারের বেশি।
জিনেহগান গুহা, ইলাম | |