এজেন্সি
আগা বোজোর্গ স্কুল ও মসজিদ, কাশান

আগা বোজোর্গ স্কুল ও মসজিদ, কাশান

আগা বোজোর্গ স্কুল ও মসজিদ, কাশান

আগা বোজোর্গ স্কুল ও মসজিদ ভবনটি ইরানের কাজার যুগের সবচেয়ে চমৎকার ও সুন্দর মসজিদগুলোর মধ্যে একটি যা হাজ মোহাম্মদ তাকি খানবান তাঁর জামাতা মোল্লা মাহদি নারাকি দ্বিতীয়, যিনি আগা বোজোর্গ নামে পরিচিত, তাঁর আবেদন ও আলোচনার প্রেক্ষিতে প্রতিষ্ঠিত করেছিলেন। এটি ১২৫০ থেকে ১২৬০ সালের মধ্যে নির্মিত হয়েছিল।

আগা বোজর্গ স্কুল ও মসজিদ হলো কাশানের সবচেয়ে চমৎকার ইসলামি-ইরানি স্মৃতিচিহ্নগুলোর মধ্যে একটি।  মূল ভবন, চমৎকার গম্বুজ, বাগানের সুন্দর স্থাপত্যসহ অনন্য নকশা,উপরে ও নিচে ২টি প্রাঙ্গণ,বিশাল ইটের গম্বুজ, দুটি মিনারসহ বারান্দা নিয়ে এই ভবনটি এখনও কাশানের সবচেয়ে আকর্ষণীয় ঐতিহাসিক ভবন। পুরো স্থাপনাটিকে টালির কাজ, ইটের কাজ, ফিলেট, টালির চমৎকার শিলালিপি, ইসলামি স্থাপত্যের কাজ, সোলুস ও নাসতালিক ক্যালিগ্রাফি ও চিত্রকলা দিয়ে খুব সুন্দর করে সজ্জিত করা হয়েছে।

আগা বোজোর্গ স্কুল ও মসজিদ, কাশান

:

:

:

: