২০২৩ সালে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) স্ট্যান্ডিং কমিটি অন সায়েন্টিফিক অ্যান্ড টেকনোলজিক্যাল কোঅপারেশন (সিওএমএসটিইসি এইচ-কমস্টেক)-এর পদার্থবিদ্যা, গণিত এবং সেরা পেটেন্ট অ্যাওয়ার্ড জিতেছেন তিনজন ইরানী পণ্ডিত। তারা ওআইসির এই সংস্থাটি থেকে লাইফ-টাইম কন্ট্রিবিউশন অ্যাওয়ার্ড জিতেছেন।