ইরান যেভাবে নারীদের প্যারা-অলিম্পিক ক্রীড়া বিস্তারে বিশ্বের সেরা দেশে পরিণত!
বিশ্ব-নারী দিবসের প্রাক্কালে আন্তর্জাতিক প্যারা-অলিম্পিক কমিটি প্যারা-অলিম্পিক ক্রীড়া বিস্তারে ইরানকে বিশ্বের সেরা দেশ বলে অভিহিত করেছে।

বিশ্ব-নারী দিবসের প্রাক্কালে আন্তর্জাতিক প্যারা-অলিম্পিক কমিটি প্যারা-অলিম্পিক ক্রীড়া বিস্তারে ইরানকে বিশ্বের সেরা দেশ বলে অভিহিত করেছে।
ইরান কিভাবে এই সাফল্য অর্জন করেছে?
ইরান নারীদের প্যারা-অলিম্পিক গেমে প্রথমবার অংশ নেয় ১৯৯২ সালে বার্সিলোনায়। ২০২৪ সাল নাগাদ প্যারিস প্যারা-অলিম্পিক গেমে ৫টি ইভেন্টে ইরানের ১২ জন নারী খেলোয়াড় অংশ নেন এবং তারা সাতটি মেডেল অর্জন করেছেন।
প্যারা-এশিয়ান গেমে ইরানি নারীদের অংশগ্রহণ এবং উত্তরোত্তর সাফল্যও ছিল দর্শনীয়। ২০১০ সালে প্যারা-এশিয়ান গেমে ৩৪ জন ইরানি নারী খেলোয়াড় অংশ নেন এবং তারা ১৭টি পদক অর্জন করেন।
হাঙজোতে অনুষ্ঠিত ২০২২ সালের প্যারা-এশিয়ান অলিম্পিকে ইরানের ৮২ জন নারী অংশ নেন এবং তারা ৪০টি পদক জয় করেন।
বর্তমানে ইরানের প্যারা-অলিম্পিক কমিটির তত্ত্বাবধানে ২০ হাজার ইরানি নারী খেলোয়াড় বিভিন্ন ক্রীড়া তৎপরতায় জড়িত। তাদের মধ্যে সারা জাওয়ানমারদি প্যারা-অলিম্পিকে চারটি সোনার অধিকারী এবং জাহরা নেয়ামতি মোট তিনটি প্যারা-অলিম্পিক ক্রীড়ায় ইরানের সেরা নারী খেলোয়াড়। #
পার্সটুডে
.