পর্যটন কূটনীতিতে তেহরানের অবস্থানের প্রশংসা করেছে D-8
আটটি উন্নয়নশীল দেশের অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা D-8 এর মহাসচিব ইরানের সাংস্কৃতিক ঐতিহ্য, পর্যটন ও হস্তশিল্প মন্ত্রীর কাছে লেখা একটি চিঠিতে, পর্যটনের ক্ষেত্রে লক্ষ্য অর্জনে আলোচনা অব্যাহত রাখার এবং নিজস্ব সক্ষমতা ব্যবহারের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন।

আটটি উন্নয়নশীল দেশের অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা D-8 এর মহাসচিব ইরানের সাংস্কৃতিক ঐতিহ্য, পর্যটন ও হস্তশিল্প মন্ত্রীর কাছে লেখা একটি চিঠিতে, পর্যটনের ক্ষেত্রে লক্ষ্য অর্জনে আলোচনা অব্যাহত রাখার এবং নিজস্ব সক্ষমতা ব্যবহারের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন।
১৮তম তেহরান আন্তর্জাতিক পর্যটন প্রদর্শনীতে যোগদানকারী D-8 সংস্থার মহাসচিব ইসিয়াকা আব্দুল কাদির ইমাম রবিবার ইরানের সাংস্কৃতিক ঐতিহ্য, পর্যটন ও হস্তশিল্প মন্ত্রী সৈয়দ রেজা সালেহি আমিরিকে উদ্দেশ্য করে লেখা এক চিঠিতে বলেছেন যে, এই প্রদর্শনীর সফল আয়োজন পর্যটন কূটনীতিতে ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশেষ অবস্থান নির্দেশ করে। আঞ্চলিক পর্যটন ক্ষেত্রে সহযোগিতা গড়ে তোলার ব্যাপারে ইরানের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে, ইসিয়াকা আব্দুল কাদির ইমাম এখানে উত্থাপিত প্রস্তাবগুলো কার্যকর করার জন্য সংস্থার পক্ষ থেকে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন।পার্সটুডে
.