ইরানের জাহেদান শহরের সুন্নি মুসলমানদের জুমা নামাজের ইমাম বলেছেন, কুর্দিস্তান প্রদেশের গভর্নর হিসেবে একজন সুন্নি কুর্দিকে নিয়োগ প্রদান থেকে বোঝা যায় ইরানের ইসলামী সরকার সুন্নি মেধাবী ব্যক্তিত্বদের প্রতি আস্থাশীল
ইহুদিবাদী ইসরাইলের বেন-গুরিয়ন ইউনিভার্সিটির প্রধান ড্যানিয়েল চামুভিট্স বলেছেন, আল-আকসা তুফান অভিযানের পর থেকে এ পর্যন্ত আমেরিকাসহ পাশ্চাত্যের বিশ্ববিদ্যালয়গুলোর পক্ষ ইসরাইলের শিক্ষাব্যবস্থার বিরুদ্ধে তিনশ'র বেশি নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।