ওয়েবমেট্রিক্সে র্যাঙ্কিংয়ে ১১ ইরানি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উন্নতি
ওয়েবমেট্রিক্স ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের জুলাই সংস্করণে ইরানের ৬৪টি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

ওয়েবমেট্রিক্স ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের জুলাই সংস্করণে ইরানের ৬৪টি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে আগের জানুয়ারি সংস্করণের তুলনায় ১১টি বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংয়ে এগিয়েছে।
মেহর সংবাদ সংস্থা জানিয়েছে, তেহরান ইউনিভার্সিটি অফ মেডিকেল সায়েন্সেস (৪৮৫) বিশ্বের শীর্ষ ৫০০ প্রতিষ্ঠানের মধ্যে স্থান পাওয়া ইরানের একমাত্র বিশ্ববিদ্যালয়।
ইরানি বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে মাজানদারান ইউনিভার্সিটি অফ মেডিকেল সায়েন্স, কেরমানশা ইউনিভার্সিটি অফ মেডিকেল সায়েন্স এবং ইয়াজদ ইউনিভার্সিটি অফ মেডিকেল সায়েন্স যথাক্রমে ১০০২, ৯৬১ এবং ৯৪৮ অবস্থানে উঠে এসে র্যাঙ্কিংয়ে উন্নতি করেছে।
র্যাঙ্কিংয়ে আরও উল্লেখযোগ্য উন্নতি করেছে শাহরেকোর্দ ইউনিভার্সিটি অফ মেডিকেল সায়েন্স, উর্মিয়া ইউনিভার্সিটি অফ মেডিকেল সায়েন্স, ইলাম ইউনিভার্সিটি অফ মেডিকেল সায়েন্স, কাশান ইউনিভার্সিটি অফ মেডিকেল সায়েন্স, আলবোর্জ ইউনিভার্সিটি অফ মেডিকেল সায়েন্স, কোর্দেস্তান ইউনিভার্সিটি অফ মেডিকেল সায়েন্স, গোনাবাদ ইউনিভার্সিটি অফ মেডিকেল সায়েন্স এবং মারাঘে ইউনিভার্সিটি অফ মেডিকেল সায়েন্স।
জানুয়ারি সংস্করণের তুলনায় অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলির অবস্থান হ্রাস পেয়েছে।
জুলাই ২০২৫ সংস্করণে বিশ্বজুড়ে প্রায় ৩২ হাজার উচ্চশিক্ষা প্রতিষ্ঠান (এইচইআই) অন্তর্ভুক্ত রয়েছে। র্যাঙ্কিং মডেলটি ওয়েবোমেট্রিক এবং বিবলিওমেট্রিক উভয় সূচকের উপর ভিত্তি করে তৈরি, যা ম্যাজেস্টিক, ওপেনঅ্যালেক্স এবং স্কিমাগো-স্কোপাসের মতো নির্ভরযোগ্য উৎস থেকে সংগ্রহ করা হয়।
২০২৫ সালের জুলাই সংস্করণের উপর ভিত্তি করে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়, মিশিগান বিশ্ববিদ্যালয়, কর্নেল বিশ্ববিদ্যালয়, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় বার্কলে, জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় এবং কলম্বিয়া বিশ্ববিদ্যালয় নিউ ইয়র্ক শীর্ষ দশটি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে। সূত্র: তেহরান টাইমস
.