সান্তুর
সান্তুর
সান্তুর হলো অন্যতম প্রসিদ্ধ ইরানি বাদ্যযন্ত্র, যা অন্যান্য যন্ত্রের বিপরীতে অসাধারণ মিউজিক্যাল নোটের কারণে সকল বয়সের মধ্যে জনপ্রিয়। এই ঐতিহ্যবাহী যন্ত্রটি একটি ফাঁপা ট্র্যাপিজয়েডাল আকৃতির বাদ্যযন্ত্র। দুটি রোসেট দিয়ে এর ওপরে ছন্দে ছন্দে আঘাত করা হয় যা ধ্বনি সৃষ্টি করে।
এই যন্ত্রটিতে ৭২টি তার রয়েছে, যা এটিকে সবচেয়ে বহুমুখী ইরানি বাদ্যযন্ত্রের মধ্যে একটি করে তুলেছে। এই তারগুলো কাঠের দণ্ডের সাহায্যে চারটি দলে সাজানো হয়েছে। এই দণ্ডগুলো সান্তুরে ৩টি অষ্টকের সারির জন্য ব্যবহৃত হয়।
মজার বিষয় হল, আপনি একটি সান্তুর তৈরি করতে বিভিন্ন ধরনের কাঠ ব্যবহার করতে পারেন যার ফলে বিভিন্ন ধরনের ধ্বনি পাওয়া যায়। সাধারনত, প্রাপ্যতা এবং ধ্বনি পছন্দের উপর নির্ভর করে আখরোট, রোজউড, তালজাতীয় বৃক্ষ, ওক এবং অন্যান্য গাছের কাঠ থেকে সান্তুর তৈরি হতে পারে। মিশর, ইরাক এবং ভারতের মতো দেশেও সান্তুর ব্যাপকভাবে বাজানো হয়।
সান্তুর | |