এজেন্সি
দফ

দফ

দফ

প্রাচীনকালে পুরানো পারস্য, এশিয়া ও উত্তর আফ্রিকার বিভিন্ন অংশে দফ বাজানো হতো। বিংশ শতাব্দীতে, ইরানের সুফিরা সাধারণত এই পার্সিয়ান বাদ্যযন্ত্রটি বাজাতেন।

দফ একটি ঢাকের মতো বড় গোলাকার যন্ত্র কিন্তু খুব পাতলা। এটি সাধারণত একপাশে খোলা থাকে এবং ঢাকের মতো বন্ধ নয়। ফ্রেমটি সাধারণত কাঠের তৈরি যার একপাশে ভেড়ার চামড়ার ঝিল্লি আঠা দিয়ে লাগানো থাকে। কখনও কখনও দফের অন্য পাশে, যা খোলা থাকে, অনেকগুলো ছোট ধাতব রিং সংযুক্ত থাকে। আজকাল দফ ইরানিদের কাছে খুব জনপ্রিয় হয়ে উঠেছে এবং অনেকেই এটি বাজানো শেখার চেষ্টা করে। ইরানি সংগীতেও এটি একটি অবিচ্ছেদ্য অবস্থান লাভ করেছে।

দফ

:

:

:

: