
নেই বা বাঁশি
নেই বা বাঁশি
নেই বা বাঁশি হলো একটি কাঠের বা বাঁশের তৈরি ইরানি বাদ্যযন্ত্র যার মধ্যে বাতাস প্রবাহিত করার মাধ্যমে ধ্বনি সৃষ্টি করা হয়। বাঁশিতে আঙুল ব্যবহারের জন্য ছিদ্র রয়েছে। বাঁশির মধ্য দিয়ে বায়ু প্রবাহিত হওয়ার সাথে সাথে শব্দ শোনা যায়।
বাঁশির প্রান্তটি সামনের দাঁতের মধ্যে রাখা হয় এবং বাতাসের প্রবাহ জিহ্বার মাধ্যমে দিকনির্দেশনা পায় এবং এটি আওয়াজ বের করে। কৌশলটি খুব সহজ নয় কিন্তু একবার শিখে গেলে এটি নিখাদ সুর তৈরি করে।
নেই বা বাঁশি | |

