আবু মনসুর দাকিকি
আবু মনসুর দাকিকি: প্রথম আমীর মনসুরের (৯৬১-৯৭৬ খ্রি.) সভাকবি ছিলেন কবি আবু মনসুর দাকিকি । তাঁর প্রকৃত নাম হলো মুহাম্মাদ ইবনে আহমাদ। তিনি ৯৩৫ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তাঁর জন্মস্থান নিয়ে মতভেদ রয়েছে। তাঁর জন্মস্থান হিসেবে কেউ বুখারা, কেউ সামারকান্দ, কেউ বাল্খ বা মার্ভ, আবার কেউ বা খোরাসান প্রদেশের তূস নগরীর কথা বলেছেন। তবে অধিকাংশের মতে তিনি তূস নগরী জন্মগ্রহণ করেছেন। এই সময়কালে কবিরা কোনো ধনাঢ্য ব্যক্তির পৃষ্ঠপোষকতার উপর নির্ভর করতেন। একজন সভাকবিও এরকমই ছিলেন, যিনি রাজাকে খুশি করার জন্য কবিতা রচনা করতেন। কবি রাজার নাম ও কর্মকে অমর করার জন্য শ্লোক লিখতেন আর রাজাও অসামান্য উপহার দিয়ে কবিকে পুরস্কৃত করতেন। দাকিকিও এমন একজন কবি ছিলেন। এই সময়টিতে পারস্যের ইতিহাস ও জাতিবিদ্যার প্রতি পারস্যের মানুষের আগ্রহ বৃদ্ধি পায়। তাই আমীর মনসুর তাঁর সময়কাল পর্যন্ত পারস্যের ইতিহাস,উপাখ্যান ও কিংবদন্তি লিপিবদ্ধকরণের জন্য একটি উচ্চাভিলাষী পরিকল্পনা গ্রহণ করেন। এতে তিনি দাকিকিকে নিয়োগ দেন। সাসানি সাম্রাজ্যের সময় থেকে শুরু হওয়া একটি পুরানো পাণ্ডুলিপি ‘খোদায়নামাগ’ (‘দ্য বুক অফ লর্ডস’)-কে ভিত্তি করে কবি দাকিকি কাজ শুরু করেন। তিনি ইরানের জাতীয় মহাকাব্য ‘শাহনামা’ রচনা শুরু করেন। ৯৭৭ খ্রিস্টাব্দে তাঁর একজন ক্রীতদাস কর্তৃক নিহত হওয়ার পূর্ব পর্যন্ত তিনি ১০০০টি শ্লোক রচনা করেছিলেন। এই অংশে গুশতাস্প ও আরজাস্প এর মধ্যে সংঘটিত যুদ্ধের বর্ণনা দেওয়া হয়েছে। পরবর্তীকালে মহাকবি ফেরদৌসি ‘শাহনামা’র অবশিষ্ট কাজ সম্পন্ন করেন। কবি রুদাকির মতো দাকিকিরও সামান্য কিছু রচনা টিকে রয়েছে। মহাকবি আবুল কাসেম ফেরদৌসির নাম চিরকাল স্মরণীয় করে রাখার যে কাজ (শাহনামা) তা শুরু করার জন্য দাকিকি সর্বাধিক পরিচিতি অর্জন করেন। দাকিকি ৯৭৭ খ্রিস্টাব্দে ইরানের তূস নগরীতে মৃত্যুবরণ করেন।
আবু মনসুর দাকিকি | |
শাহনামা |