এজেন্সি
ফেরদৌসি বিশ্ববিদ্যালয়

ফেরদৌসি বিশ্ববিদ্যালয়

ফেরদৌসি বিশ্ববিদ্যালয়

প্রাচীনত্বের দিক থেকে ইরানের তৃতীয় বিশ্ববিদ্যালয় মাশহাদের ফেরদৌসি বিশ্ববিদ্যালয় পবিত্র নগরী মাশহাদে ফারসি ১৩২৮ সালে (১৯৪৯ খ্রি.)  প্রতিষ্ঠিত হয়েছে। দেশের পূর্বাঞ্চলের বৃহত্তম বিশ্ববিদ্যালয় হিসাবে এই বিশ্ববিদ্যালয়ে এখন ৮০০টিরও বেশি বিশেষায়িত এবং অক্লান্ত পরিশ্রমী ফ্যাকাল্টি সদস্য রয়েছে। বর্তমানে ২৫০০০ এরও বেশি স্নাতক, স্নাতকোত্তর এবং ডক্টরের পর্যায়ের ছাত্র রয়েছে,যার মধ্যে ২০০০ জনেরও বেশি বিদেশী ছাত্র।

বিশ্ববিদ্যালয়টি খুবই সুন্দর ও সবুজময় এবং একটি সবুজ বিশ্ববিদ্যালয় হিসেবে পরিবেশ রক্ষায় এক দশকেরও বেশি সময় ধরে ভূমিকা পালন করে আসছে।
উত্তর-পূর্ব অঞ্চলের এই বিশ্ববিদ্যালয়ের অনন্য পরিষেবাগুলোর মধ্যে রয়েছে উদ্ভাবনের বৈজ্ঞানিক অনুমোদন মূল্যায়ন ও ইস্যু করা,দেশের পূর্বাঞ্চলের ইরানি বৈজ্ঞানিক গবেষণাগারগুলোর (শা) 
নেটওয়ার্কের কার্যনির্বাহক এবং ন্যানোটেকনোলজি ল্যাবরেটরি নেটওয়ার্ক এর সদ্স্য হিসেবে পরীক্ষাগার পরিষেবা প্রদান করা, বিশেষ তথ্য সুরক্ষা পরিষেবা এবং এপিএ ল্যাবে যোগাযোগ সেবা প্রদান।

ইউএস নিউজ র‍্যাঙ্কিং সিস্টেমের সর্বশেষ ফলাফল অনুযায়ী বিশ্বের ৮৬টি দেশের ১৫০০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে মাশহাদের ফেরদৌসি বিশ্ববিদ্যালয় বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে এবং ৯৪১তম স্থান লাভ করেছে।

এটি এশিয়ায় ২২৯তম এবং ইরানের শিক্ষা মন্ত্রণালয়ের অধীন বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১০ম স্থানে রয়েছে। এছাড়াও ২০২১ সালে এই সিস্টেমের র‌্যাঙ্কিং অনুযায়ী মাশহাদের ফেরদৌসি ইউনিভার্সিটি কৃষি বিজ্ঞানের ৭টি বিষয়ভিত্তিক ক্ষেত্রে (১৭১ র‌্যাঙ্ক),রাসায়ন প্রকৌশলে (২৪৬ র‌্যাঙ্ক),তড়িৎ ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং-এ (র‌্যাঙ্ক ৩৮৭),শক্তি ও জ্বালানি প্রকৌশলে (১৯২ র‌্যাঙ্ক),মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ (৬৪ র‌্যাঙ্ক) বিশ্বের বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে স্থান করে নিতে সফল হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের অনুষদসমূহ
 
• সাহিত্য এবং মানবিক
• ধর্মতত্ত্ব ও ইসলামিক বিজ্ঞান
• ক্রীড়া বিজ্ঞান
• ভেটেরিনারি
• প্রশাসনিক ও অর্থনৈতিক বিজ্ঞান
• বিজ্ঞান
• প্রশিক্ষণ ও মনোবিজ্ঞান
• গাণিতিক বিজ্ঞান
• কৃষি
• প্রকৌশল
• স্থাপত্য ও নগরায়ন
• প্রাকৃতিক সম্পদ এবং পরিবেশ
• বিশ্ববিদ্যালয় কলেজ
 
গবেষণা প্রতিষ্ঠানসমূহ
• সান-এয়ার রিসার্চ ইনস্টিটিউট
• উদ্ভিদ বিজ্ঞান গবেষণা ইনস্টিটিউট
• পানি ও পরিবেশ গবেষণা ইনস্টিটিউট
• বায়োটেকনোলজি রিসার্চ ইনস্টিটিউট
• তেল ও গ্যাস গবেষণা ইনস্টিটিউট
• মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা ইনস্টিটিউট
• তীর্থস্থান এবং পর্যটন গবেষণা ইনস্টিটিউট
• মানবিক বিষয়ে ইসলামিক স্টাডিজ গবেষণা ইনস্টিটিউট
গবেষণা কেন্দ্র
• ফলিত প্রাণিবিদ্যা গবেষণা কেন্দ্র

• সড়ক নিরাপত্তার প্রযুক্তিগত ও অর্থনৈতিক স্টাডিজ গবেষণা কেন্দ্র

ফেরদৌসি বিশ্ববিদ্যালয়
ছাত্রসংখ্যা ২৫০০০ জনেরও বেশি
বিদেশী ছাত্রসংখ্যা ২০০০ জনেরও বেশি
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট: http://en.um.ac.ir/

:

:

:

: