আল্লামা তাবাতাবায়ি বিশ্ববিদ্যালয়
আল্লামা তাবাতাবায়ি ইউনিভার্সিটি হলো তেহরানে অবস্থিত একটি ইরানি পাবলিক বিশ্ববিদ্যালয় যা ইরানের মানবিক বিদ্যা বিভাগে সবচেয়ে বড় বিশেষায়িত বিশ্ববিদ্যালয় এবং মানবিক ও সামাজিক বিজ্ঞানের ক্ষেত্রে প্রবৃদ্ধি ও উন্নয়ন এবং জ্ঞান অর্জনের ক্ষেত্রে একটি নেতৃস্থানীয় বিশ্ববিদ্যালয়। দেশের একমাত্র মানবিক ও সামাজিক বিজ্ঞানের বিশেষায়িত বিশ্ববিদ্যালয় হিসাবে ১০টি অনুষদ এবং একটি সক্রিয় উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান,একটি স্নাতক ক্যাম্পাস,একটি উন্নয়ন কেন্দ্র এবং নয়টি গবেষণা ইন্সটিটিউট ও রিসার্চ সেন্টার সম্বলিত এই বিশ্ববিদ্যালয় ২২৬টি বিভাগে ছাত্র ভর্তি করে এবং এর স্নাতক,স্নাতকোত্তর এবং ডক্টরাল পর্যায়ের কোর্স রয়েছে। বিশ্ববিদ্যালয়ের বর্তমানে ৫৩০ জন পূর্ণকালীন অনুষদ সদস্য রয়েছে।
প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়টি প্রায় সাতাত্তর হাজার ছাত্রকে স্নাতক ডিগ্রি প্রদান করেছে এবং ৯৫-৯৬ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ১৮০০০। আল্লামা তাবাতাবায়ি ইউনিভার্সিটি গত বছর সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের শিক্ষাগত ও গবেষণার মানদণ্ডের সূচক ও মূল্যায়নের উপর ভিত্তি করে প্রথম স্তরের বিশেষায়িত বিশ্ববিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়ে শরীফ ইউনিভার্সিটি অফ টেকনোলজি,ইরান বিজ্ঞান ও প্রযুক্তি,আমির কবির ইউনিভার্সিটি অফ টেকনোলজি এবং ইসফাহান ইন্ডাস্ট্রিয়াল ইউনিভার্সিটির পাশে স্থান লাভ করার মাধ্যমে তার গৌরবজনক ইতিহাসে আরেকটি সম্মান অর্জন করেছে।
বিশ্ববিদ্যালয়ের অনুষদসমূহ
- ফারসি সাহিত্য এবং বিদেশী ভাষা অনুষদ
- অর্থনীতি অনুষদ
- ধর্মতত্ত্ব এবং ইসলামিক স্টাডিজ অনুষদ
- শারীরিক শিক্ষা এবং ক্রীড়া বিজ্ঞান অনুষদ
- আইন ও রাষ্ট্রবিজ্ঞান অনুষদ
মনোবিজ্ঞান ও প্রশিক্ষণ অনুষদ
- সামাজিক বিজ্ঞান অনুষদ
যোগাযোগ বিজ্ঞান অনুষদ
গণিত এবং কম্পিউটার বিজ্ঞান স্কুল
ব্যবস্থাপনা এবং হিসাববিজ্ঞান অনুষদ
বীমাবিষয়ক উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান
- বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নং 2 (স্বায়ত্তশাসিত স্নাতকোত্তর অধ্যয়নের জন্য)
আল্লামা তাবাতাবায়ি বিশ্ববিদ্যালয় | |
+9821 4839 0000 | |
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট: https://atu.ac.ir/en |