সাফি আবাদ প্রাসাদ, মাজানদারান
সাফি আবাদ প্রাসাদ, মাজানদারান
সাফি আবাদ প্রাসাদ মাজানদারান প্রদেশের বেহশহর নগরীতে অবস্থিত। এই প্রাসাদটি শাহ আব্বাসের (১৫৭১-১৬২৯ খ্রি.) আদেশে নির্মিত হয়েছিল এবং শাহ সাফির শাসনামলে এটির বিকাশ হয়েছিল।
সাফি আবাদ প্রাসাদটি একটি পাহাড়ের চূড়ায় অবস্থিত। এটি একটি দ্বিতল ভবন যা একটি সুন্দর বাগানের মাঝখানে বর্গাকারে নির্মিত হয়েছে। প্রাসাদের প্রবেশদ্বারটি উত্তর দিকে অবস্থিত। পাঁচটি ধাপ অতিক্রম করে প্রাসাদের প্রথম তলায় প্রবেশ করতে হয়ে। প্রথম তলায় বেশ কয়েকটি কক্ষ রয়েছে যেগুলোতে করিডোর ও বারান্দা দিয়ে প্রবেশ করা যেতে পারে। দ্বিতীয় তলায়ও করিডোর ও সুন্দর সুন্দর কক্ষ রয়েছে। প্রাসাদের অভ্যন্তরীণ দেয়ালে বিভিন্ন চিত্রকর্ম ছিল যার মধ্যে আজ সামান্যই অবশিষ্ট রয়েছে।
সাফি আবাদ প্রাসাদ, মাজানদারান | |