এজেন্সি
চিলড্রেন অব হেভেন

চিলড্রেন অব হেভেন

চিলড্রেন অব হেভেন

মজিদ মাজিদির শক্তি এই সত্যে নিহিত যে তিনি জিনিসগুলিকে সহজ রাখার শিল্প আয়ত্ত করেছেন।  কোন অভিনব ক্যামেরা অ্যাঙ্গেল বা প্রেম ও জীবন সম্পর্কে গভীরভাবে প্রোথিত কোন দর্শন নেই। খুব বেশি লোক নেই যারা তাঁর মতো করে বাচ্চাদেরকে এবং তাদের একে অপরের সম্পর্ককে বোঝে এবং এটিই তাকে রূপকথার মতো এই গল্পকে একটি রক্ষণশীল গ্রামীণ ইরানি বাড়িতে তৈরি করা সেটে জাদু দেখাতে সাহায্য করে। 

আলী ও যাহরা দক্ষিণ তেহরানের দারিদ্র্যপীড়িত অঞ্চলের একটি দরিদ্র পরিবারের ছোট বাচ্চা। পরিবারটি বাচ্চাদের জন্য নতুন জুতা কেনার সামর্থ্য রাখে না। আলি যখন তার ছোট বোনের মেরামত করা জুতা নিয়ে ফিরছিল, তখন সে সবজি কেনার জন্য এক জায়গায় থামে, কিন্তু এরপরই জুতাটি হারিয়ে যায়। ফিল্মটি ভাইবোনের গল্প নিয়ে তৈরি করা। আলী তার বাবা-মায়ের ওপর চাপ সৃষ্টি না করেই তার ছোট বোনের জন্য নতুন জুতা কেনার চেষ্টা করে। এটি একটি হৃদয়স্পর্শী চলচ্চিত্র যা আমাদের সহানুভূতিশীল হতে শেখায়। অল্পবয়সী যাহরা যখন অন্য একটি দরিদ্র মেয়ের পায়ে তার জুতাটি দেখতে পায় তখন তার মন খারাপ হয় না। আলি যেকোন প্রতিযোগিতায় জেতার চেয়ে তার বোনের জন্য জুতা জিততে বেশি আগ্রহী। এটি এমন একটি চলচ্চিত্র যা নিজেকে নিয়ে ব্যস্ত থাকাকে সমর্থন করে না এবং সম্পর্কের সৌন্দর্যের উপর আলোকপাত করে।

মুক্তির সন: ১৯৯৭

চিলড্রেন অব হেভেন
0
প্রযোজক: আমির এসফানদিয়ারি ও মোহাম্মদ এসফানদিয়ারি
পরিচালক:মাজিদ মাজিদি

:

:

:

: