সাফির (দূত)
ইমাম হুসাইন (আ.) তাঁর একজন একনিষ্ঠ অনুসারী কায়েস ইবনে মুসাহ্হারের হাতে একটি চিঠি দেন যাতে তিনি তা কুফার অন্যতম প্রভাবশালী ব্যক্তি সুলায়মান ইবনে সাদর আল-খাজাইয়ের কাছে পৌঁছে দেন। কায়েস ইবনে মুসাহ্হার চিঠি নিয়ে কুফার দিকে রওয়ান হন। কিন্তু পথিমধ্যে কুফার গভর্নর ইবনে যিয়াদের এজেন্টরা বন্দি করে। বন্দি হওয়ার আগ মুহূর্তে কায়েস ইমাম হুসাইন (আ.)-এর চিঠিটি চিবিয়ে খেয়ে ফেলেন যাতে শত্রুরা চিঠির বিষয়বস্তু সম্পর্কে অবগত হতে না পারে। তাঁকে কারাগারে অনেক নির্যাতন করা হয়, তারপরও তিনি চিঠির বিষয়বস্তু সম্পর্কে তাদেরকে কোনো কথা বলেননি। সবশেষে তাঁকে এই প্রস্তাব দেওয়া হয় যে, যদি তিনি কুফার মসজিদে গিয়ে ইমাম হুসাইন (আ.) ও তাঁর পিতা ইমাম আলী (আ.)-এর বিরুদ্ধে কথা বলেন ও নিন্দা করেন এবং ইয়াযীদ ইবনে মুয়াবিয়ার প্রশংসা করেন তাহলে তাঁকে পুরস্কৃত করা হবে। তিনি এই শর্ত মেনে নিয়ে কুফার মসজিদে যান,কিন্তু ইমাম আলী (আ.) ও ইমাম হুসাইন (আ.)-এর প্রশংসা করেন এবং ইয়াযীদের ইসলামবিরোধী চরিত্র তুলে ধরেন। এই ভাষণের পর ইবনে যিয়াদের নির্দেশে কায়েসকে ভবনের ছাদ থেকে ফেলে হত্যা করা হয়। শহীদ হন ইমাম হুসাইন (আ.)-এর বিশ্বস্ত দূত কায়েস ইবনে মুসাহ্হার।
অভিনয়ে : ফারামার্য কারিবিয়ান, এজ্জাতোল্লাহ মোকবেলি, জালাল পিশভাইয়ান, কাজেম আফরান্দানিয়া প্রমুখ
মুক্তির সন : ১৯৮২
সাফির (দূত) | |
0 | |
পরিচালক: ফারিবোর্জ সালেহ |