মুহাম্মাদ (সা.): রাসূলুল্লাহ
মহানবি হযরত মুহাম্মাদ (সা.)-এর জীবনী নিয়ে নির্মিত চলচ্চিত্র। মুহাম্মাদ (সা)-এর জীবনীভিত্তিক ট্রিলজি’র প্রথম পর্বে রাসূলের জন্ম-পূর্ববর্তী কিছু ঘটনাও ছিল ফ্ল্যাশ-ব্যাকে।
ছবির শুরুটা হয় শেবে আবু তালিবে মুসলমানদের অবরুদ্ধ জীবনের দুঃখ-কষ্টের চিত্র তুলে ধরার মাধ্যমে। কুরাইশদের নির্যাতনমূলক চুক্তির ফলে মুসলমানরা নিদারুণ কষ্টে জীবনযাপন করে আবু তালিব উপত্যকায়। সে সময় বিবি খাদিজা বিভিন্নভাবে মুসলমানদের সহযোগিতা করেছেন। তবে মুভিতে হযরত খাদিজাকে দেখানো হয়নি।
এক পর্যায়ে সূরা ফিলে বর্ণিত ঘটনা প্রবাহ দেখানো হয়। ইয়েমেনি বাদশাহ আবরাহার হস্তিবাহিনী নিয়ে মক্কায় আক্রমণ ও আবাবিল পাখির মাধ্যমে মহান আল্লাহর প্রতিরোধ চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে।
আবরাহা’র পতনের প্রায় দুইমাস পর রাসূলে খোদার জন্ম হয়। জন্মের সময়কার কিছু অলৌকিক ঘটনা, মুহাম্মাদ (সা.)-এর বিরুদ্ধে ইহুদিদের চক্রান্ত, তখনকার আরবে নারী শিশুকে জীবন্ত হত্যা, শিশুদের বলিদান, দাসপ্রথা, দুধমাতা হালিমার কাছে শিশু মুহাম্মাদকে হস্তান্তর, আবার মা আমিনার কাছে ফিরে আসা, আমিনার মৃত্যু, আবদুল মোত্তালিবের মৃত্যু এবং রাসূলের শৈশবের কিছু মুজিজা তুলে ধরা হয়েছে।
মুভির শেষাংশে আবারো শেবে আবু তালিবের ঘটনা দেখানো হয়েছে যেখানে দেখা যায়,মক্কার কুরাইশরা বনু হাশিম গোত্রের সঙ্গে যে নির্যাতনমূলক চুক্তি করেছিল সেই চুক্তির দলিল পোকায় খেয়ে ফেলে। ফলে চুক্তি বাতিল হয়ে যায় এবং নির্বাসন থেকে মুসলমানরা মুক্তি পায়। মুভিটি শেষ হয়েছে একটি নাতে রাসূল দিয়ে।
মুভিটির ঘটনাপ্রবাহ হযরত মুহাম্মাদ (সা.)-কে কেন্দ্র করে আবর্তিত হলেও তার মুখমণ্ডল দেখানো হয়নি। এমনকি যে শিশুটি মুহাম্মাদ (সা.)-এর চরিত্রে অভিনয় করেছে তার নামও দেখানো হয়নি। তবে মুভিতে আবদুল মোত্তালিব, আবু তালিব, রাসূল (সা.)-এর মাতা আমিনা, দুধমাতা হালিমা, আবু সুফিয়ান, আবু লাহাবসহ তৎকালীন নেতৃবৃন্দের চরিত্রে অভিনয়কারীদের দেখানো হয়েছে।
১৭১ মিনিটের এ ছায়াছবি নির্মাণে সাত বছর সময় লেগেছে। ইরানের সবচেয়ে ব্যয়বহুল এ ছবি নির্মাণে তিন কোটি ৫০ লাখ ডলার ব্যয় হয়েছে। এ ছবির চিত্র ধারণ করা হয়েছে ইরান এবং দক্ষিণ আফ্রিকার শহর বেলা-বেলা’তে।
ছবিটি নির্মাণে চলচ্চিত্র জগতের আন্তর্জাতিক পরিমণ্ডলে খ্যাতিমান ব্যক্তিত্বরা সহযোগিতা করেছেন। এতে কাজ করেছেন ইতালির তিনবারের অস্কারজয়ী সিনেমাটোগ্রাফার ভিত্তোরিও স্তোরারো, ইতালির ফিল্ম এডিটর রোবাতো পেরপিগানি, মার্কিন স্পেশাল এফেক্ট শিল্পী স্কট ই অ্যান্ডারসন, ইতালির মেকআপ আর্টিস্ট গিয়ানেত্তো ডি রোসি এবং ভারতীয় প্রখ্যাত সুরকার এ আর রহমান।
অভিনয়ে : মাহদি পাকদেল, আলিরেযা সুজা নূরি, মোহসেন তানাবান্দে, সারাহ বায়াত, আলিরেযা জালিলি প্রমুখ
মুক্তির তারিখ: ১২ ফেব্রুয়ারি, ২০১৫
সৌজন্যে: আশরাফুর রহমান, পার্সটুডে
মুহাম্মাদ (সা.): রাসূলুল্লাহ | |
0 | |
প্রযোজক: মোহাম্মদ মাহদি হায়দারিয়ান, মোহাম্দ রেযা সাবেরি ও মাজিদ মাজিদি | |
পরিচালক: মাজিদ মাজিদি |