দাবিরিস্তান (হাইস্কুল)
দাবিরিস্তান (হাইস্কুল)
আলি নাসেরি, একজন জীববিজ্ঞানের শিক্ষক যিনি সবেমাত্র মাদকাসক্তি থেকে মুক্ত হয়েছেন, তিনি তিন বছর পর নিজের শহরে ফিরে আসেন। তিনি তাঁর বাবার ভালো রেকর্ডের সুবাদে পুনরায় হাইস্কুলে শিক্ষকতার কাজ শুরু করেন। মাসুদ নামে এক ছাত্রের প্রতি তাঁর দৃষ্টি আকর্ষণ করা হয়,যে স্কুলে মাদক বিতরণের এজেন্ট হিসেবে কাজ করে। আলি নাসেরি এ ছাত্রকে সংশোধন ও মাদক কারবারিদের প্রতিহত করার কাজে নিজেকে নিয়োগ করেন।
প্রযোজক: আকবর সাদেকি
অভিনয়ে: বিজন আমকানিয়ান, সাদেক হাতেফি, আজিতা লাচিনি, হামিদ তালেকানি প্রমুখ
মুক্তির সন : ১৯৮৬
দাবিরিস্তান (হাইস্কুল) | |
0 | |
প্রযোজক: আকবর সাদেকি | |
পরিচালক: আকবর সাদেকি |