দারবে শাজদেহ, শিরাজ
দারবে শাজদেহ, শিরাজ
এই কাঠামোটি নির্মাণ করা হয় কাজার যুগে। বর্তমানে এটিকে হোটেলে রূপান্তরিত করা হয়েছে। শিরাজ শহরের অভিজাত এলাকা জান্দ ডিসট্রিকটের প্রাণকেন্দ্রে হোটেলটি অবস্থিত। এতে রয়েছে ঐতিহাসিক ও আধুনিক স্থাপত্যের এক যুতসই সংমিশ্রণ। হোটেলের অবিশ্বাস্য আঙ্গিনা শিরাজের অনুপ্রেরণামূলক পরিবেশ সম্পর্কে ধারণা লাভে দর্শনার্থীদের সহায়তা করে।
দারবে শাজদেহ বুটিক হোটেল থেকে শিরাজের ঐতিহাসিক স্থান ভাকিল বাজারে পায়ে হেঁটে যাতায়াত করা যায়। এখানকার স্টাফদের বন্ধুসুলভ আচরণ, সুস্বাদু খাবারসামগ্রী আর প্রথাগতভাবে সুসজ্জিত করা কক্ষ আপনার আজীবন স্মৃতি হয়ে থাকবে।
দারবে শাজদেহ, শিরাজ | |