কেশিশ হাউজ হোটেল, ইসফাহান
হোটেলটি ইসফাহানের জোলফা নামের প্রাচীনতম এলাকায় অবস্থিত। আরমেনিয়ানরা যখন ইসফাহানে আসে তখন তারা এই অঞ্চলে বসবাস শুরু করে। গড়ে তোলে অনেক স্থাপনা।
ফারসি ভাষায় ‘কেশিশ’ শব্দের অর্থ হচ্ছে যাজক। হাউজটি একজন আরমেনীয় যাজকের ছিল এজন্য এটিকে কেশিশ হাউজ বলা হয়। এটি নির্মাণ করা হয় কাজার যুগে। হাউজটি প্রথাগত স্টাইলে সংস্কার করা হয়েছে। সুসজ্জিত করা হয়েছে আধুনিক সব সুযোগ-সুবিধায়। কক্ষ, রাজকীয় স্যুট, হল, আঙ্গিনা ও বারান্দা আপনাকে নিয়ে যাবে প্রাচীন কালে।
আপনি যদি সম্পূর্ণ ভিন্ন এক অভিজ্ঞতা লাভ করতে আগ্রহী হয়ে থাকেল তাহলে কেশিশ হাউজে রুম ভাড়া করতে দ্বিধাবোধ করবেন না। আশ্চর্যজনকভাবে কক্ষগুলোতে ভিন্ন ভিন্ন পরিবেশ রয়েছে। প্রতিটি কক্ষকে কুইন, সান, পিস ও খাজু ইত্যাদি আলাদা আলাদা নামে ডাকা হয়। হোটেলের রেস্তোরাঁয় দারুণ স্বাদ ও গন্ধের ফারসি খাবার পরিবেশন করা হয়। আঙ্গুল চেটে খাওয়া এসব খাবার জীবনে কখনও ভুলতে পারবেন না।
ভাঙ্ক চার্চসহ ইসফাহানের আরমেনিয়ান আকর্ষণগুলো কেশিশ হোটেলের খুব কাছাকাছিই অবস্থিত। এছাড়া ট্যাক্সি যোগে খুব সহজেই সিও-সে-পল ব্রিজ, খাজু ব্রিজ ও নাকশে জাহান স্কয়ারে যাওয়া যায়।
কেশিশ হাউজ হোটেল, ইসফাহান | |