পারসিয়ান আজাদি ইন্টারন্যাশনাল হোটেল, তেহরান
তেহরানের পারসিয়ান আজাদি ইন্টারন্যাশনাল হোটেল শুরু থেকেই অতিথিদেরকে ফাইভ স্টার পরিষেবা প্রদান করে আসছে।
থাকার ব্যবস্থা
পারসিয়ান আজাদি হোটেলের 25টি তলায় সাতটি বিভিন্ন রকমের সাজসজ্জা ও সুবিধাসম্বলিত কক্ষের ব্যবস্থা রয়েছে যাতে অতিথিরা ফাইভ স্টার হোটেলের সুবিধা ভোগ করতে পারেন। এতে রয়েছে একক রুম,টুইন রুম,ডাবল রুম,জুনিয়র স্যুট,রয়্যাল স্যুট,ডুপ্লেক্স স্যুট এবং প্রেসিডেন্সিয়াল স্যুট আর রয়েছে প্রতিবন্ধীদের জন্য বিশেষ কক্ষ।
মিটিং ও ইভেন্ট
পারসিয়ান আজাদি হোটেলের সাতটি বহুমুখী হল রয়েছে এবং এটি বিভিন্ন আন্তর্জাতিক সভা,সংবাদ সম্মেলন,কূটনৈতিক অনুষ্ঠান, জাতীয় দিবস,স্মরণসভা এবং জাঁকজমকপূর্ণ বিবাহের আয়োজন করে থাকে যেখানে ৫০ থেকে ৬০০ জন অতিথি অংশগ্রহণ করতে পারেন।
হেল্থ ক্লাব
এই হোটেলে আরামদায়ক হেল্থ ক্লাব রয়েছে। রয়েছে মনোরম সুইমিং পুল। হোটেলের স্পোর্ট ক্লাবের বিভিন্ন ভাগের মধ্যে রয়েছে ম্যাসেজ রুম,শুষ্ক ও বাষ্পীয় গোসলরুম,কফি শপ,প্রাথমিক চিকিৎসা রুম,ঐতিহ্যবাহী স্নান,জ্যাকুজি ও ঠাণ্ডা পানির বেসিন। মজার বিষয় হলো,ইরানের জাতীয় ফুটবল দলের ক্যাম্পের জন্য একচেটিয়াভাবে এই স্পোর্টস ক্লাবটিকে ব্যবহার করা হয়ে থাকে।
পারসিয়ান আজাদি ইন্টারন্যাশনাল হোটেল, তেহরান | |