কাসর মনশি বুটিক হোটেল, ইসফাহান
কাসর মনশি বুটিক হোটেল, ইসফাহান
ইরানের ইসফাহান প্রদেশের কাসর মনশি হোটেল। এটি প্রদেশের অন্যতম সেরা স্বতন্ত্র ঐতিহ্যবাহী কাঠামোর হোটেল। ১৮২০ সালে ভবনটি নির্মাণ করা হয়। প্রাসাদটির মালিক ছিলেন সাবেক কাজার শাসক ফাথ আলি শাহ। ২০০৫ সালে সংস্কারের পর জাতীয় ঐতিহ্যবাহী স্থাপনাটি হোটেলে রূপান্তরিত করা হয়। এটি এখন প্রদেশের শীর্ষস্থানীয় একটি লজ।
প্রাসাদটির চোখ ধাঁধানো স্থাপত্য যে কোনো দর্শনার্থীকে সহজেই আকৃষ্ট করে। বিশেষ করে রঙিন কাচের জানালা ও প্লাস্টারের চিত্রকর্ম হোটেলটিকে ইসফাহানের অন্যতম আকাক্সিক্ষত আবাসিক হোটেলে পরিণত করেছে। চার তারকা হোটেলটি ইসফাহানের ঐতিহাসিক স্থাপনাগুলোর অত্যন্ত কাছাকাছি দূরত্বে অবস্থিত। বিশেষ করে বিখ্যাত নাকশ-ই জাহান স্কয়ারের (শাহ স্কয়ার) একেবারে নিকটে হোটেলটি অবস্থিত।
কাসর মনশি বুটিক হোটেল, ইসফাহান | |