এজেন্সি
পাসারগাদ

পাসারগাদ

পাসারগাদ

এই প্রত্নতাত্ত্বিক স্থান ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত ইরানের অন্যতম স্থান যেটি ইরানের ফারস প্রদেশে অবস্থিত। এটি হাখামানশি সাম্রাজ্যের রাজধানী হিসেবে ব্যবহৃত হতো- যা সাইরাস দ্য গ্রেটের নির্দেশে তৈরি করা হয়েছিল। ৫৪৬ খ্রিস্টাব্দে এই রাজধানী গড়ে ওঠে,কিন্তু যুদ্ধক্ষেত্রে সাইরাস দ্য গ্রেটের নিহত হওয়া পর্যন্ত এর নির্মাণকাজ অসমাপ্ত অবস্থায় রয়ে যায়। বর্তমানে পাসারগাদের সাইরাস দ্য গ্রেটের সমাধিক্ষেত্র এই অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিদর্শন। এই সমাধিক্ষেত্র পাথর ও মাটি দিয়ে নির্মিত।

পাসারগাদ

:

:

:

: