• Sep 18 2025 - 12:24
  • 9
  • : Less than one minute

‘রোবোলিগ্যাল’: ইরানের প্রথম রোবট আইনজীবী

ইরানের প্রথম রোবট আইনজীবী ‘রোবোলিগ্যাল’ উদ্বোধন করা হয়েছে। বিচার বিভাগের একদল কর্মকর্তা ও ইরানি আইনজীবীর উপস্থিতিতে এ প্রযুক্তির আনুষ্ঠানিক উন্মোচন হয়।

ইরানের প্রথম রোবট আইনজীবী ‘রোবোলিগ্যাল’ উদ্বোধন করা হয়েছে। বিচার বিভাগের একদল কর্মকর্তা ও ইরানি আইনজীবীর উপস্থিতিতে এ প্রযুক্তির আনুষ্ঠানিক উন্মোচন হয়। এর নির্মাতাদের দাবি, প্রাথমিকভাবে এটি সাধারণ মানুষের জন্য 'আইনি পরামর্শ' দেওয়ার কাজে ব্যবহার করা যাবে।

পার্সটুডে জানিয়েছে, ইরানের দুই তরুণ প্রযুক্তি উদ্ভাবক 'মাহদি ইসমাইলি' ও 'মোহাম্মদ ওয়াহেদি'র উদ্যোগে তৈরি ‘রোবোলিগ্যাল’, সোমবার সন্ধ্যায় তেহরানের পার্সিয়ান ইস্তেকলাল হোটেলে উন্মোচন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে মাহদি ইসমাইলি বলেন, “এই সিস্টেমটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বিশেষভাবে ইরানি আইনি আলোচনার ভিত্তিতে পুনঃপ্রশিক্ষণ দেওয়া হয়েছে। এ কারণে এটি সুনির্দিষ্টভাবে বিভিন্ন আইনি প্রশ্নের উত্তর দিতে সক্ষম।”

তিনি আরও জানান, রোবোলিগ্যালের হোমপেজ সহজভাবে ডিজাইন করা হয়েছে যাতে যেকোনো ব্যবহারকারী— এমনকি যারা আইন বিষয়ে অজ্ঞ তারাও সহজেই এই প্রযুক্তি ব্যবহার করতে পারে।

অন্য ডিজাইনার মোহাম্মদ ওয়াহেদি অনুষ্ঠানে বলেন, “আজকের সমাজে ব্যক্তিগত ও সামাজিক সম্পর্কের প্রসার, বিজ্ঞান, অর্থনীতি, শিক্ষা ও শিল্পকলার অগ্রগতি আইনবিদ্যার ক্ষেত্রেও ব্যাপক পরিবর্তন এনেছে। এ পরিস্থিতিতে আইন বিষয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার দ্বিগুণ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।”

তিনি আরও উল্লেখ করেন, এই প্রযুক্তিনির্ভর রোবট 'অভূতপূর্ব গতিতে' বিভিন্ন নথি ও বিচারিক রেকর্ড বিশ্লেষণ করতে সক্ষম।#

পার্সটুডে

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: