• Feb 23 2023 - 08:08
  • 70
  • : Less than one minute

‘বিশ্বনবী (সা.)’র নবুওতপ্রাপ্তির ঘটনা সমগ্র মানবজাতির জন্য আল্লাহর শ্রেষ্ঠ উপহার’

ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা.)-এর রেসালাত বা নবুওতপ্রাপ্তির ঘটনা সমগ্র মানবজাতির জন্য মহান আল্লাহর শ্রেষ্ঠ উপহার।

ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা.)-এর রেসালাত বা নবুওতপ্রাপ্তির ঘটনা সমগ্র মানবজাতির জন্য মহান আল্লাহর শ্রেষ্ঠ উপহার।

বিশ্বনবীর রেসালাতপ্রাপ্তি দিবস উপলক্ষে দেশের শীর্ষ কর্মকর্তা, মুসলিম দেশগুলোর প্রতিনিধি ও রাষ্ট্রদূত এবং আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অতিথিদের সমাবেশে ইরানের সর্বোচ্চ নেতা এ কথা বলেছেন।

এ দিবস উপলক্ষে তিনি ইরানসহ বিশ্বের সব মুসলমান এবং সত্যসন্ধানী সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা জানিয়েছেন। আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেন, বিশ্বনবী’র প্রকৃত আহ্বান যদি সত্যসন্ধানী সব মানুষের কাছে ঠিকমতো পৌঁছে দেয়া যায় তাহলে নিশ্চিতভাবে তারা ইসলামের শিক্ষার প্রতি আকৃষ্ট হবে।

সর্বোচ্চ নেতা বলেন, কোনো উপহারই বিশ্বনবী (সা.)এর রেসালাত বা নবুওত প্রাপ্তির সমান মর্যাদার অধিকারী হতে পারে না কারণ রেসালাতের উপহার সমগ্র মানবজাতির জন্য অমূল্য সম্পদ।

ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা আরো বলেছেন, রেসালাতের সম্পদের ভাণ্ডার অফুরন্ত এবং এই ধনভাণ্ডার মানুষের ইহকাল ও পরকালের জীবনের জন্য বিরাট সৌভাগ্য বয়ে আনতে পারে।পার্সটুডে

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: