• Jun 20 2023 - 06:09
  • 69
  • : 1 minute(s)

‘প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক জোরদারে কেউ বাধা দিতে পারবে না’

ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্ক শক্তিশালী করার পথে কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না।

ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্ক শক্তিশালী করার পথে কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না।

তিনি গতকাল (রোববার) তেহরান সফররত উজবেকিস্তানের প্রেসিডেন্ট শওকাত মিরজিয়াইয়েভের সঙ্গে সাক্ষাতে এ প্রত্যয় জানান। তিনি বলেন, তেহরান-তাসখন্দ সম্পর্ক শক্তিশালী হলে তাতে দু’টি দেশের জনগণ উপকৃত হবে। দুই প্রেসিডেন্টের সাক্ষাতের সময় ইরান ও উজবেকিস্তানের দুই শক্তিশালী প্রতিনিধিদল উপস্থিত ছিলেন।

প্রেসিডেন্ট রায়িসি দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার জন্য একটি ব্যাপকভিত্তিক সহযোগিতার রোডম্যাপ প্রণয়নের পাশাপাশি আগে দু’দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তিগুলো বাস্তবায়নের আহ্বান জানান। তিনি বলেন, গত এপ্রিলে উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে অনুষ্ঠিত আন্তর্জাতিক শিল্প প্রদর্শনীতে ইরানের সফল অংশগ্রহণ প্রমাণ করে তেহরান তাসখন্দের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য-সম্পর্ক শক্তিশালী করতে চায়।

ইরানের প্রেসিডেন্ট দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়াতে উভয় দেশের কিছু পণ্যকে শুল্কমুক্ত রাখার প্রস্তাব দিয়ে বলেন, ইরান ও আজারবাইজানের সংশ্লিষ্ট মন্ত্রীরা আগামী দু’সপ্তাহের মধ্যে এসব পণ্য চিহ্নিত করতে পারেন। রায়িসি বলেন, তার দেশের ওপর আরোপিত নিষেধাজ্ঞা ও হুমকিকে সুযোগে পরিণত করেছে তেহরান।

দুই প্রেসিডেন্টের সাক্ষাতের পর ইরান ও উজবেকিস্তান ১০টি সহযোগিতা চুক্তি ও সমঝোতা স্মরকে সই করে।

সাক্ষাতে ইরানের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেন উজবেকিস্তানের প্রেসিডেন্ট মিরজিয়াইয়েভ। তিনি তার দেশের অর্থনৈতিক প্রকল্পগুলোতে ইরানের বিভিন্ন কোম্পানি ও প্রাইভেট সেক্টরকে পুঁজি বিনিয়োগ করার আহ্বান জানান।গত ২০ বছরের মধ্যে এই প্রথম কোনো উজবেক প্রেসিডেন্ট ইরান সফর করলেন।#

পার্সটুডে

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: