‘পরমাণু আলোচনার সঙ্গে ইরানের উন্নয়ন সম্পর্কযুক্ত নয়’
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, ৫ জাতিগোষ্ঠীর সঙ্গে পরমাণু সমঝোতা পুনর্বহাল ইস্যুতে যে আলোচনা চলছে তার ওপরে ইরানের উন্নয়নের বিষয়টি নির্ভর করে না
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, ৫ জাতিগোষ্ঠীর সঙ্গে পরমাণু সমঝোতা পুনর্বহাল ইস্যুতে যে আলোচনা চলছে তার ওপরে ইরানের উন্নয়নের বিষয়টি নির্ভর করে না এবং আলোচনার ফলাফলের উপর ইরান নির্ভরশীল নয়। একই সঙ্গে তিনি বলেছেন, ইরানের উপর আমেরিকা যে অবৈধ নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে তা অবশ্যই প্রত্যাহার করতে হবে।
দেশের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচনের দ্বিতীয় বর্ষপূর্তিতে টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে গতকাল (মঙ্গলবার) এসব কথা বলেছেন প্রেসিডেন্ট রায়িসি। তার এ সাক্ষাৎকার সরাসরি টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত হয়।
সাক্ষাৎকারে তিনি বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দেশকে এমন শক্তিশালী পর্যায়ে নেয়া দরকার যাতে শত্রুরা নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে বাধ্য হয়।
প্রেসিডেন্ট রায়িসি তার প্রশাসনের পররাষ্ট্রনীতি সম্পর্কেও কথা বলেন। তিনি বলেন, ইরান সারা বিশ্বের সঙ্গে ভারসাম্য ও সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক রক্ষা করে চলেছে তবে ইরান অনেক দেশকে বাদ দিয়ে সুনির্দিষ্ট কিছু দেশের সঙ্গে সম্পর্ক সীমাবদ্ধ রাখতে চায় না। সাংহাই সহযোগিতা পরিষদের সদস্য পদ লাভের জন্য এই একই নীতি অনুসরণ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
প্রেসিডেন্ট রায়িসি বলেন, “যেসব দেশ পারস্পরিক সম্মানের ভিত্তিতে আমাদের সাথে সম্পর্ক রাখবে, আমরাও তাদের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক রক্ষা করব।”
সৌদি আরবের সঙ্গে ইরানের সাম্প্রতিক সম্পর্ক প্রতিষ্ঠার বিষয়টি উল্লেখ করে প্রেসিডেন্ট রায়িসি বলেন, এই দেশটির সঙ্গে সমস্ত মতপার্থক্য থাকা সত্ত্বেও ইসলামি প্রজাতন্ত্র ইরান কখনো সৌদি আরবকে প্রকৃত শত্রু দেশ হিসেবে বিবেচনা করেনি।#
পার্সটুডে
.