৯৯ ভাগ ওষুধই দেশীয়ভাবে উৎপাদন করে ইরান
ইরানের প্রয়োজনীয় ওষুধের প্রায় ৯৯ শতাংশই দেশীয় কোম্পানিগুলি উৎপাদন করছে।
ইরানের প্রয়োজনীয় ওষুধের প্রায় ৯৯ শতাংশই দেশীয় কোম্পানিগুলি উৎপাদন করছে। দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসনের প্রধান হেইদার মোহাম্মাদি এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, করোনা ভাইরাস মহামারিকালীন সংকট এবং নিষেধাজ্ঞা সত্ত্বেও আমরা দেশীয় উৎপাদনের উপর নির্ভর করে ওষুধের ঘাটতি রোধ করতে সক্ষম হয়েছি। খবর বার্তা সংস্থা ইরনার।
সেপ্টেম্বরে মোহাম্মদি বলেছিলেন, ইরান বিশ্বের ৪০টি দেশে ওষুধ রপ্তানি করে। ইরানের ওষুধ রপ্তানি তিনগুণ বেড়েছে। মোহাম্মাদি ওষুধ ও সংশ্লিষ্ট শিল্পের প্রদর্শনী ‘ইরানফার্মা এক্সপো ২০২৩’ এর অষ্টম আন্তর্জাতিক প্রদর্শনী পরিদর্শনের ফাঁকে এ মন্তব্য করেন। সূত্র: তেহরান টাইমস
.