• Nov 2 2022 - 12:22
  • 83
  • : Less than one minute

৯ লাখ দরিদ্রের কাজের সুযোগ করেছে ইরানের দাতব্য সংস্থা

ইরানে ষষ্ঠ পঞ্চবার্ষিক জাতীয় উন্নয়ন পরিকল্পনা (২০১৬-২০২১) চলাকালীন আর্থিকভাবে-সংগ্রামী ব্যক্তিদের জন্য ৯ লক্ষাধিক কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে।

ইরানে ষষ্ঠ পঞ্চবার্ষিক জাতীয় উন্নয়ন পরিকল্পনা (২০১৬-২০২১) চলাকালীন আর্থিকভাবে-সংগ্রামী ব্যক্তিদের জন্য ৯ লক্ষাধিক কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। সোমবার ইমাম খোমেনি রিলিফ ফাউন্ডেশনের প্রধান মোরতেজা বখতিয়ারি এই ঘোষণা দিয়েছেন।তিনি জানান, ষষ্ঠ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নকালীন, আমাদের ৩ লাখ ৫০ হাজার মানুষের কর্মসংস্থান তৈরি করার প্রয়োজন ছিল। তবে আমরা লক্ষ্য সম্প্রদায়ের জন্য ৯ লাখের বেশি কাজের সুযোগ তৈরি করতে সক্ষম হয়েছি এবং উল্লেখযোগ্য সংখ্যক ক্লায়েন্ট স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠেছে।২১ মার্চ থেকে শুরু হওয়া চলতি ইরানি ক্যালেন্ডার বছরের শুরু থেকে ১ লাখ ৮০ হাজারের অধিক ব্যক্তির কাজের সুযোগ তৈরি হয়েছে এবং আরও ১ লাখ ৩৪ হাজার জনের কর্মসংস্থানের পরিকল্পনা ঋণ গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে। সূত্র: তেহরান টাইমস।

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: