• Oct 4 2023 - 11:28
  • 41
  • : Less than one minute

৫ম মোস্তফা পুরস্কারের জন্য লড়ছেন মুসলিম বিশ্বের দেড়শ পণ্ডিত

ইরানের ইসফাহান শহরে মুসলিম বিশ্বের বিজ্ঞানীদের অংশগ্রহণে শুক্রবার ৫ম মোস্তফা পুরস্কারের আয়োজন শুরু হয়েছে।

ইরানের ইসফাহান শহরে মুসলিম বিশ্বের বিজ্ঞানীদের অংশগ্রহণে শুক্রবার ৫ম মোস্তফা পুরস্কারের আয়োজন শুরু হয়েছে। উৎসবে ইসলামি বিশ্ব থেকে বিজয়ীদের পুরস্কৃত করা হবে।

বিজ্ঞানের চারটি বিভাগে মোস্তফা পুরস্কার দেওয়া হবে। বিভাগগুলি হলো- তথ্য ও যোগাযোগবিজ্ঞান ও প্রযুক্তি, জীবন ও চিকিৎসাবিজ্ঞান ও প্রযুক্তি, ন্যানোসায়েন্স অ্যান্ড ন্যানোটেকনোলজি এবং বেসিক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং।

মোস্তফা পুরস্কারের জন্য বিশ্বের ১৫০ জন পণ্ডিতের কাছ থেকে ২ হাজার ৬১৩টি নিবন্ধ জমা পড়েছে।
সূত্র: তেহরান টাইমস

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: