• Dec 28 2023 - 13:31
  • 35
  • : Less than one minute

৪ জানুয়ারি তুরস্ক সফরে যাবেন ইরানি প্রেসিডেন্ট রায়িসি

ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি আগামী ৪ জানুয়ারি তুরস্ক সফরে যাবেন।

ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি আগামী ৪ জানুয়ারি তুরস্ক সফরে যাবেন। এ সফরে আলোচ্যসূচিতে গাজা পরিস্থিতি প্রাধান্য পাবে বলে জানা গেছে।

সফরকালে তিনি তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সঙ্গে আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। ইরানের অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি গতকাল (মঙ্গলবার) এ খবর দিয়েছেন। তুরস্কের গণমাধ্যেও ৪ জানুয়ারি প্রেসিডেন্ট রায়িসির সফরের কথা নিশ্চিত করেছে।

এই সফরে আঞ্চলিক বিষয়ে, বিশেষ করে গাজা ইস্যুতে দুই প্রেসিডেন্ট নিবিড়ভাবে আলোচনা করবেন। এর পাশাপাশি ইরান ও তুরস্কের মধ্যে বিভিন্ন চুক্তি ও সমঝোতা হতে পারে বলে আশা করা হচ্ছে।

এর আগে গত মাসে ইরান ও তুরস্কের প্রেসিডেন্ট টেলিফোনে আলাপ করেছিলেন। সে সময় তারা গাজায় ইহুদিবাদী ইসরাইলের গণহত্যা বন্ধের বিষয় নিয়ে কথা বলেন। ওই ফোনারাপে দুই প্রেসিডেন্টই ইরান ও তুরস্কের মধ্যকার বর্তমান বন্ধুত্বপূর্ণ এবং গঠনমূলক সম্পর্কের ভূঁয়সী প্রশংসা করে। প্রেসিডেন্ট রায়িসি বলেন, ভ্রাতৃপ্রতীম দুই  দেশের সম্পর্ক মুসলিম বিশ্ব এবং প্রতিবেশী দেশগুলোর জন্য অনুকরণীয় মডেল হিসেবে বিবেচিত হতে পারে।#

পার্সটুডে

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

:

:

:

: