২০৪১ সালের মধ্যে ৫টি পরমাণু বিদ্যুৎকেন্দ্র প্রতিষ্ঠা করবে ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরান ২০৪১ সালের মধ্যে আরো পাঁচটি পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপন করবে যা থেকে ২০ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।
ইসলামি প্রজাতন্ত্র ইরান ২০৪১ সালের মধ্যে আরো পাঁচটি পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপন করবে যা থেকে ২০ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে। এরই মধ্যে বিদ্যুৎকেন্দ্রগুলোর নির্মাণ কাজ শুরু হয়েছে।
গতকাল (মঙ্গলবার) ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোহবের পরমাণু স্থাপনা উন্নয়ন বিষয়ক ওয়ার্কিং গ্রুপের সঙ্গে আলাপের সময় একথা বলেন। সরকারের পক্ষ থেকে এই প্রকল্পে অর্থায়নের ব্যাপারে দৃঢ়তার কথা তুলে ধরেন তিনি।
ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট আরো বলেন, এসব পরমাণু প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে ইরানের পরমাণু প্রযুক্তি সম্পর্কিত জ্ঞান বাড়বে এবং প্রযুক্তির রূপান্তর ঘটবে। এসব প্রকল্প বাস্তবায়নের ফলে পরমাণু স্থাপনা নির্মাণ এবং ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে ইরান স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠবে বলে তিনি আশা করেন।
ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং তিনি জানিয়েছেন, পাঁচটি ভিন্ন জায়গায় এসব পরমাণু বিদ্যুৎ স্থাপন করা হচ্ছে।
মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান পরমাণু খাতে গত কয়েক বছরে ব্যাপক উন্নতি করেছে। আমেরিকা ও পশ্চিমা দেশগুলোর নানা রকম বাধা উপেক্ষা করে ইরান এই উন্নতি করতে সক্ষম হয়।#
পার্সটুডে
.