স্যাটেলাইটের রিমোট সেন্সিং সেন্টার চালু করল ইরান
স্যাটেলাইটের জন্য প্রথম রিমোট সেন্সিং সেন্টার চালু করেছে ইরান।
স্যাটেলাইটের জন্য প্রথম রিমোট সেন্সিং সেন্টার চালু করেছে ইরান। সেন্টারটি উদ্বোধনের পর খৈয়াম সহ দেশীয়ভাবে তৈরি স্যাটেলাইট থেকে পাঠানো ছবি এবং ডেটা ব্যবহার শুরু করেছে দেশটি।
শনিবার সকালে ইরানের মহাকাশ সংস্থার (আইএসএ) প্রধান হাসান সালারিহ এবং আইসিটি মন্ত্রী ইসা জারেপুরের উপস্থিতিতে স্যাটেলাইটের জন্য প্রথম রিমোট সেন্সিং সেন্টারটি চালু করা হয়।
খৈয়াম রিমোট সেন্সিং স্যাটেলাইট সেন্টার শিরোনামের ভবনটি স্যাটেলাইট নিয়ন্ত্রণ থেকে শুরু করে খৈয়াম স্যাটেলাইট থেকে প্রাপ্ত ছবিগুলির প্রক্রিয়াকরণ পর্যন্ত মিশন পরিচালনা করতে সক্ষম। ভবনটি খৈয়াম স্যাটেলাইটের সাথে যোগাযোগের প্রধান কেন্দ্র হয়ে ওঠে, যা ২৪ ঘণ্টার মধ্যে দুবার সংযুক্ত থাকে, একটি সকালে এবং অন্যটি রাতে। সূত্র: মেহর নিউজ।
.