• Oct 30 2023 - 09:11
  • 39
  • : 2 minute(s)

স্থল অভিযানে ইসরাইলের ব্যর্থতা আল-আকসা তুফানের দ্বিতীয় বিজয়

ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর স্থল অভিযানের ব্যর্থতা ছিল ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলোর আল-আকসা তুফান অভিযানের দ্বিতীয় বিজয়।

ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর স্থল অভিযানের ব্যর্থতা ছিল ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলোর আল-আকসা তুফান অভিযানের দ্বিতীয় বিজয়। শনিবার কাতার-ভিত্তিক আল-জাজিরা টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

ইহুদিবাদী সেনারা যুদ্ধবিমানের ছত্রছায়ায় বৃহস্পতি ও শুক্রবার রাতে মধ্য গাজায় স্থল হামলা চালাতে গিয়ে হামাস যোদ্ধাদের প্রতিরোধের মুখে পিছু হটে যায়। গত দুই সপ্তাহ ধরে গাজায় ব্যাপকভিত্তিক স্থল অভিযান চালানোর হুমকি দিয়ে আসছে তেল আবিব।

শনিবার হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা ঘোষণা করেন, ইসরাইলি বাহিনীর গোয়েন্দা ও সামরিক শ্রেষ্ঠত্বের দাবি করার দিন শেষ হয়ে গেছে এবং দখলদার সেনাদের জন্য অবমাননাকর পরাজয় অপেক্ষা করছে। শনিবার রাতে হামাসের আল-আকসা টিভিতে সম্প্রচারিত ভাষণে তিনি আরো বলেন, আল-আকসা তুফান অভিযানের প্রথম প্রহরে ইসরাইলি সামরিক ও গোয়েন্দা যন্ত্র বিপর্যস্ত হয়ে পড়ে এবং ফিলিস্তিনি প্রতিরোধ ফ্রন্ট তখন বিজয়ের স্বাদ পায়।

এ বিষয়ে প্রেসিডেন্ট রায়িসি তার সাক্ষাৎকারে বলেন, “ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা আল-আকসা তুফান অভিযান শুরু করা পর থেকে এখন পর্যন্ত ইসরাইলি সেনারা হামাসের বিরুদ্ধে প্রকৃত কোনো বিজয় অর্জন করতে পারেনি এবং এটি দখলদার সেনাদের জন্য একটি কৌশলগত ব্যর্থতা।” তিনি আরো বলেন, “গতরাতে (শুক্রবার রাতে) গাজায় স্থল অভিযান চালাতে গিয়ে ইসরাইলি সেনারা যে পরাজয়ের সম্মুখীন হয়েছে তা ছিল আল-আকসা তুফান অভিযানের দ্বিতীয় বিজয়।”

ইহুদিবাদী ইসরাইল গত ৭ অক্টোবর থেকে অবরুদ্ধ গাজায় ভয়াবহ বিমান হামলা চালিয়ে হাজার হাজার ভবন ধ্বংস করে ফেলেছে এবং প্রায় আট হাজার বেসামরিক ফিলিস্তিনিকে হত্যা করেছে যাদের পাঁচ হাজারের বেশি নারী ও শিশু। কিন্তু দখলদার বাহিনী হামাসের তেমন কোনো ক্ষতি করতে পারেনি।

আল-জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে গাজা উপত্যকার বিরুদ্ধে ইসরাইলের রক্তক্ষয়ী যুদ্ধের প্রতি আমেরিকার নিঃশর্ত সমর্থনের তীব্র নিন্দা জানিয়ে ইরানের প্রেসিডেন্ট বলেন, “মার্কিন সরকার যখন ইহুদিবাদী সরকারকে সর্বাত্মক পৃষ্ঠপোষকতা দিচ্ছে তখন ওয়াশিংটন আমাদেরকে হাত-পা গুটিয়ে বসে থাকার যে আহ্বান জানাচ্ছে তা অগ্রহণযোগ্য।” রায়িসি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিরোধ অক্ষকে হুঁশিয়ারি দিয়ে বার্তা পাঠাচ্ছে এবং তারা যুদ্ধক্ষেত্রে তার জবাব পাচ্ছে।

ইরানের প্রেসিডেন্ট একইসঙ্গে গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার প্রচেষ্টা ভণ্ডুল করে দেয়ার জন্য আমেরিকা ও কয়েকটি ইউরোপীয় দেশকে দায়ী করেন। তিনি বলেন, ইরানের পাশাপাশি সকল মুসলিম ও আরব দেশসহ আরো বহু দেশ গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি চায়।

গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে শুক্রবার রাতে জাতিসংঘ সাধারণ পরিষদে বিপুল ভোটে একটি প্রস্তাব পাস হয়। কিন্তু সাধারণ পরিষদের প্রস্তাব বাস্তবায়নে বাধ্যবাধকতা না থাকায় এটিকে কোনো গুরুত্ব দেয়নি ইহুদিবাদী ইসরাইল। জাতিসংঘের পাঁচ স্থায়ী সদস্যদেশের মধ্যে রাশিয়া ও ফ্রান্স প্রস্তাবটির পক্ষে এবং আমেরিকা বিপক্ষে ভোট দেয়। আর ফ্রান্স ও ব্রিটেন ভোটদানে বিরত ছিল।#

পার্সটুডে

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: