সৌদিতে প্রথম হলেন ইরানি ক্বারি, জিতলেন সাড়ে ৮ কোটি টাকা
ইরানি ক্বারি ইউনেস শাহমোরাদি সৌদি আরবের রিয়াদে আয়োজিত ওতর এলকালাম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় তেলাওয়াত বিভাগে প্রথম স্থান অধিকার করেছেন।
ইরানি ক্বারি ইউনেস শাহমোরাদি সৌদি আরবের রিয়াদে আয়োজিত ওতর এলকালাম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় তেলাওয়াত বিভাগে প্রথম স্থান অধিকার করেছেন।
বিশ্বের বৃহত্তম কুরআন তেলাওয়াত ও আজান প্রতিযোগিতা ওতর এলকালাম এর আয়োজন করে জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটি (জিইএ)।
শুক্রবার আয়োজকরা ঘোষণা করেছেন, শাহমোরাদিকে পুরুস্কার হিসেবে ৩০ লাখ সৌদি রিয়াল (প্রায় সাড়ে আট কোটি টাকা) প্রদান করা হয়েছে।
সৌদি থেকে আব্দুল আজিজ আল-ফাকিহ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছেন। তিনি পেয়েছেন ২০ লাখ সৌদি রিয়াল। মরক্কোর প্রতিযোগী জাকারিয়া আল-জির্ক দশ লাখ সৌদি রিয়াল নিয়ে তৃতীয় স্থান অধিকার করেছেন।
চতুর্থ স্থান অধিকারকারী মরক্কোর আবদুল্লাহ আল-দাঘরি ৭ লাখ সৌদি রিয়াল নগদ পরুস্কার পেয়েছেন।
আজান বিভাগে সৌদি আরবের মোহাম্মদ আল-শরিফকে ২০ লাখ রিয়াল মূল্যের প্রথম পুরস্কার দেওয়া হয়েছে এবং রানার আপ হিসেবে ইন্দোনেশিয়ার দিয়া আল-দিন বিন নাজার আল-দিন দশ লাখ সৌদি রিয়াল নগদ পুরস্কার পেয়েছেন।
রাহিফ আল-হাজ নগদ ৫ লাখ সৌদি রিয়াল এবং চতুর্থ স্থান অধিকারকারী ইংল্যান্ডের ইব্রাহিম আসাদ ৩ লাখ সৌদি রিয়াল নগদ পুরস্কার পেয়েছেন। সূত্র: তেহরান টাইমস।
.